Explained: আধার কার্ড থাকলে আপনি নাগরিক নন! কিন্তু কেন?
SIR in Bengal: এত বছর ধরে যে কার্ডকে প্রতিটি স্তরে গুরুত্ব দিল কেন্দ্র সরকার। নিবিড় পরিমার্জন শুরু হতেই কেন সেটিকে বাদ দিতে উদ্যত্ত হল কমিশন? এই প্রশ্নই তুলেছেন একাংশ। বাংলায় এসআইআর-এর কাজ চলছে। আপাতত ঘরে-ঘরে ফর্মও পৌঁছে গিয়েছে। এবার প্রশ্ন হল নথি দেখানোর পর্বে আধার কার্ড দেখালে কি কাজ হবে? নাকি এই কার্ড নিতে নাকচ করবে কমিশন? সুপ্রিম কোর্ট কী বলছে? কমিশন কি বলছে?

নয়াদিল্লি: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ঘোষণার একদম প্রথম দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তখন দিঘায়। সেখান থেকেই সরাসরি কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন, সাধারণ মানুষ কোথা দিয়ে এত কাগজ পাবেন। এসআইআর পর্বের শুরু থেকে এখনও পর্যন্ত প্রতিটি পর্যায়ে বিতর্ক থেকেছে অবধারিত। আর এই বিতর্কের একেবারে শীর্ষে থেকেছে আধার প্রসঙ্গ। এত বছর ধরে যে কার্ডকে প্রতিটি স্তরে গুরুত্ব দিল কেন্দ্র সরকার। নিবিড় পরিমার্জন শুরু হতেই কেন সেটিকে বাদ দিতে উদ্যত্ত হল কমিশন? এই প্রশ্নই তুলেছেন একাংশ। বাংলায় এসআইআর-এর কাজ চলছে। আপাতত ঘরে-ঘরে ফর্মও পৌঁছে গিয়েছে। এবার প্রশ্ন হল নথি দেখানোর পর্বে আধার কার্ড দেখালে কি কাজ হবে? নাকি এই কার্ড নিতে নাকচ করবে কমিশন? সুপ্রিম কোর্ট কী বলছে? কমিশন কি বলছে? ...
