Indus Water Treaty: ‘ডিয়ার মিস্টার মুর্তাজা…’, এক বাঙালির চিঠিতেই স্থগিত হল সিন্ধু জলচুক্তি

Indus Water Treaty: চিঠিতে লেখা, "যেকোনও চুক্তির ভিত্তিই সেই চুক্তিকে সম্মান জানানো। কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তানের তরফে ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ চালানো হয়েছে। নিরাপত্তা নিয়ে এই অনিশ্চয়তা ভারতকে চুক্তির অধিকার ব্যবহারের অধিকার দিয়েছে।"

Indus Water Treaty: ডিয়ার মিস্টার মুর্তাজা..., এক বাঙালির চিঠিতেই স্থগিত হল সিন্ধু জলচুক্তি
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা

|

Apr 25, 2025 | 9:17 AM

নয়া দিল্লি: ঘোষণা আগেই করা হয়েছিল, এবার আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হল সিন্ধু জল চুক্তি। তাও আবার এক বাঙালির চিঠিতে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবেই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হল যে অবিলম্বে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হচ্ছে।

ভারতের জল শক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখোপাধ‍্যায় কূটনৈতিক পদক্ষেপের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের জল সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আলি মুর্তজাকে। সেই চিঠিতে স্পষ্ট লেখা, জম্মু-কাশ্মীরে সন্ত্রাস হামলা চালিয়ে ইসলামাবাদ চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।

চিঠিতে লেখা, “যেকোনও চুক্তির ভিত্তিই সেই চুক্তিকে সম্মান জানানো। কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তানের তরফে ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ চালানো হয়েছে। নিরাপত্তা নিয়ে এই অনিশ্চয়তা ভারতকে চুক্তির অধিকার ব্যবহারের অধিকার দিয়েছে। চুক্তির শর্ত লঙ্ঘন ছাড়াও, পাকিস্তান চুক্তি পুনঃবিবেচনা করার অনুরোধে কোন উত্তর না দিয়ে এই চুক্তির লঙ্ঘন করেছে। তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে।”