
নয়া দিল্লি: ধর্মগুরু নাকি সেলিব্রিটি? আজকের সাধু-সন্ন্যাসীরা সোশ্যাল মিডিয়ায় যে হারে জনপ্রিয়, তাতে এই প্রশ্ন উঠেছে অনেকের মনেই। টিভি৯ নেটওয়ার্ক আয়োজন করেছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে (What India Thinks Today)-এর কনক্লেভ। অনুষ্ঠানের তৃতীয় সংস্করণের আজ দ্বিতীয় দিন।এ দিন কনক্লেভে যোগ দেন বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী।
বাবা বাগেশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীকে WITT-এর মঞ্চ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘আপনি একজন সাধু, বই লেখেন এবং মানুষকে তাদের সমস্যার সমাধান বলেন, আপনার সম্পর্কে এক কথায় কী বলব?’। এই প্রশ্নের উত্তরে বাবা বাগেশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, ‘আমরা সনাতনের সাধারণ সৈনিক, আমরা সনাতনীর কাজ যা করা উচিত তা করছি।’
বাবা বাগেশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরও বলেন, ‘আমাদের ঐতিহ্য থেকে আরও একটি ঐতিহ্য চলে আসছে। আমাদের ঠাকুর্দা গুরুজিরও এই ঐতিহ্য ছিল, তাঁর ঠাকুর্দারও এই ঐতিহ্য ছিল। আমরা সেই ঐতিহ্যের একটি অংশ বহন করে আসছি। আমরা মনে করি আমাদের সনাতনের সৈনিক থাকা উচিত। এটা সনাতনের জন্য এবং আমাদের জন্যও খুবই ভাল। যেহেতু আমরা ভবিষ্যৎ বলায় বিশ্বাস করি না, আমরা ভবিষ্যৎ তৈরিতে অনেক বেশি বিশ্বাস করি।’
বাবা বাগেশ্বরকে প্রশ্ন করা হয়েছিল, ‘বাচিক এবং সাধুরা কি সেলিব্রিটি হয়ে উঠছেন?’ এই প্রশ্নের উত্তরে ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, ‘সেলিব্রিটি একটি ভিন্ন বিষয়। আমাদের কাজ হল আমাদের বার্তা জনগণের কাছে এবং জনগণের মাধ্যমে দেশে পৌঁছে দেওয়া।”