Pushkar Singh Dhami: অভিন্ন দেওয়ানি বিধি কি মুসলিমদের শিকল? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী ধামী
WITT 2025: পুষ্কর সিং ধামী বলেন, "প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা এই দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাচ্ছি। গত ১০ বছরে অনেক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৭০ ধারা অবলুপ্তি, রাম মন্দির নির্মাণ এবং ইউসিসির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

নয়া দিল্লি: নজির গড়েছে উত্তরাখণ্ড। দেশের মধ্যে তারাই সর্বপ্রথম রাজ্য, যারা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করেছে। উত্তরাখণ্ডের দেখাদেখি অসমও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পরিকল্পনা করছে। কীভাবে দেবভূমি এত বড় সিদ্ধান্ত নিল, কী কী প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল, তা নিয়েই আলোচনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
TV9 নেটওয়ার্কের আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ‘এক দেশ, এক আইন, নতুন ভারত’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা এই দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাচ্ছি। গত ১০ বছরে অনেক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৭০ ধারা অবলুপ্তি, রাম মন্দির নির্মাণ এবং ইউসিসির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা হয়েছে।”
অভিন্ন দেওয়ানি বিধিতে মুসলিমদের অন্তর্ভুক্ত করা হলেও উপজাতিদের কেন ছাড় দেওয়া হল, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সংবিধানেই আদিবাসী ভাইদের জন্য বিধান রাখা হয়েছে। আমরা সংবিধানে যা আছে, তা এগিয়ে নিয়ে গিয়েছি। আমরা জনসাধারণ এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলার পরে খসড়াটি প্রস্তুত করেছি। উপজাতি সম্প্রদায় বলেছিল, যদি আমাদের এতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কোনও সমস্যা নেই, তবে দয়া করে আমাদের কিছু সময় দিন। জনসাধারণ আমাদের উপর আস্থা রেখেছেন।”
অভিন্ন দেওয়ানি বিধিতে কি মুসলমানদের দমন করা হচ্ছে? এই প্রশ্নে পুষ্কর সিং ধামী বলেন, “এটি সংবিধানের বিধান অনুসারে বাস্তবায়িত হয়েছে। যারা এর বিরোধিতা করে তারাই সংবিধান এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে বিশ্বাস করে না। আমরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সকলের জন্য কাজ করছি।”
অভিন্ন দেওয়ানি বিধি তো হল, নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-এর রোডম্যাপ কী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “২০২২ সালের নির্বাচনের সময়ই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এই আইন বাস্তবায়ন করব। রাজ্যের মানুষ প্রতি ৫ বছর অন্তর সরকার পরিবর্তনের রীতি ভেঙে দিয়েছেন। জনগণ আবারও আমাদের উপর আস্থা রেখেছেন। জনসাধারণ ঐতিহ্য পরিবর্তন করেছে।”
পুষ্কর সিং ধামী আরও বলেন, “দল আমাকে কাজ দিয়েছে। মানুষ আমাকে জিজ্ঞেস করে যে তুমি দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছো, এখন তুমি কী হতে চাও? আমি আপনাকে বলতে চাই যে আমি ভবিষ্যতে কী হতে চাই, তা নিয়ে ভাবি না। আমার মনে হয় ভবিষ্যতে আমাকে কিছু একটা করতে হবে। আমরা সকলের জন্য কাজ করছি।”





