হোলি উদযাপনে বিরোধিতা করায় পাথর দিয়ে বেধড়ক মার, মৃত্যু ষাটোর্ধ্ব বৃদ্ধার

কডিল থানার এই ঘটনায় সমালোচনার সুর সমাজ সচেতকদের একাংশের গলায়।

হোলি উদযাপনে বিরোধিতা করায় পাথর দিয়ে বেধড়ক মার, মৃত্যু ষাটোর্ধ্ব বৃদ্ধার
মৃত্যু ষাটোর্ধ্ব বৃদ্ধার

|

Mar 29, 2021 | 8:18 PM

এটাবা: বাড়ির সামনে চলছিল হোলি উদযাপন। দেদার উৎসবের বিরোধিতা করায় প্রহৃত হলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা। উত্তর প্রদেশের মেভাতি তোলা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে, সোমবার হোলি খেলা চলার সময় বিরোধিতা করেন ওই বৃদ্ধা। এরপরই তাঁর ঘরে ঢোকে বেশ কয়েকজন।

ঘরে ঢুকে লাঠি ও পাথর দিয়ে বৃদ্ধাকে আঘাত করে দুস্কৃতিরা। তারপরই মৃত্যু হয় ষাটোর্ধ্ব বৃদ্ধার। অ্যাডিশনাল এসপি প্রশান্ত কুমার জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় ওই বৃদ্ধার ঘরে ঢোকে এলাকার একদল দুস্কৃতি। বৃদ্ধাকে তাদের রোষের মুখে পড়ত হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে এলে তাদেরকেও ওই দুস্কৃতিদের রোষের মুখে পড়তে হয়। দুই মহিলা ও ৩ শিশুকেও পেটায় দুস্কৃতিরা।

একডিল থানার এই ঘটনায় সমালোচনার সুর সমাজ সচেতকদের একাংশের গলায়। অন্যদিকে একই এলাকায় মদ খেয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যায় এক যুবক। সেই ট্রাক্টরের আঘাতে আহত হয়েছেন ৬ জন। এরপর একটি ইলেকট্রিক পোলে ধাক্বা মারে ট্রাক্টর। আহত ৬ জন ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: করোনার কামড়, রাজধানীতে বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডের আকাল