করোনার কামড়, রাজধানীতে বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডের আকাল
দিল্লি সরকারের করোনা অ্যাপের হিসেব অনুযায়ী, পাঁচটি বড় বেসরকারি হাসপাতালের ৪ হাসপাতালেই নেই ভ্যান্টিলেটর-সহ বেড।
নয়া দিল্লি: সারা দেশেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দিল্লিতেও (New Delhi) হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়ে গিয়েছে। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি হয়ে গিয়েছে। যা সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। এই বাড়তি করোনা আক্রান্তের ফলে রোগীর সংখ্যা বাড়ছে দিল্লির হাসপাতালগুলিতে। যার ফলে আইসিইউ বেডের আকাল।
দিল্লি সরকারের করোনা অ্যাপের হিসেব অনুযায়ী, পাঁচটি বড় বেসরকারি হাসপাতালের ৪ হাসপাতালেই নেই ভ্যান্টিলেটর-সহ বেড। যার মাধ্যমে বিশেষজ্ঞদের আশঙ্কা, দিল্লি করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে অনেকটাই অপ্রস্তুত। ওখলার হলি ফ্য়ামিলি হাসপাতালে এই মূহুর্তে একটিও আইসিইউ বেড নেই। শালিমার বাগের ফর্টিস ও ম্যাক্স হাসপাতালেও বেড নেই। ইন্ডিয়ান স্পাইনাল ইনজুরি সেন্টারেও আইসিইউ বেড নেই। স্রেফ স্যার গঙ্গারাম হাসপাতালে একটি আইসিইউ বেড রয়েছে।
তবে দিল্লির করোনা আক্রান্তদের জন্য সংরক্ষিত সরকারি হাসপাতালের ভেন্টিলেটরযুক্ত ৫ হাজার ৭৬৫ বেডের ৪ হাজার ৩০১ বেডই ফাঁকা। ৭৮৫ ভেন্টিলেটরযুক্ত আইসিইউ বেডের মধ্যে ৫৪৪টি ফাঁকা। ১,২১০ আইসিইউ বেড যেগুলিতে ভেন্টিলেটর নেই, তার মধ্যে ৮৮৭টি ফাঁকা। ম্যাক্স হাসপাতালের গ্রুপ ডিরেক্টর ডঃ সন্দীপ বুধিরাজা জানিয়েছেন করোনা ঠেকানোর জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। দেশে বাড়তি করোনা সংক্রমণের মুখে কেন্দ্রীয় সরকার বারবার জানিয়েছে করোনাবিধি মেনে চলতে। কিন্তু তারপরেও ক্রমশ উর্ধ্বমুখী করোনা গ্রাফ।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী কে হবেন?’, সোনওয়ালের পর এবার হিমন্ত বললেন…