Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Free bus service: ক্ষমতায় আসতেই নারীদের আরও ক্ষমতা দিল কংগ্রেস, এবার বিনামূল্যে চড়বেন তাঁরা

Maha Lakshmi scheme: নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। ভোটে জেতার পরই দলের সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে বৃহস্পতিবারই 'মহালক্ষ্মী প্রকল্প' চালু করার ঘোষণা করেছিলেন তিনি। আজ, শনিবার থেকেই এই প্রকল্প চালু করা হল।

Free bus service: ক্ষমতায় আসতেই নারীদের আরও ক্ষমতা দিল কংগ্রেস, এবার বিনামূল্যে চড়বেন তাঁরা
মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা শুরু তেলঙ্গানায়।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 1:54 PM

হায়দরাবাদ: নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। ভোটে জেতার পরই দলের সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে বৃহস্পতিবারই ‘মহালক্ষ্মী প্রকল্প’ (Maha Lakshmi scheme) চালু করার ঘোষণা করেছিলেন তিনি। আজ, শনিবার থেকেই তেলঙ্গানায় (Telangana) এই প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের অধীনে মহিলা, বালিকা এবং রূপান্তরকামীদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়া হবে।

রেবন্ত সরকারের বিবৃতি অনুসারে, তেলঙ্গনার পরিবহণ দফতরের তরফে ৬ গ্যারান্টি ‘মহালক্ষ্মী’ প্রকল্প ঘোষণা করা হয়েছে। বালিকা-সহ সমস্ত বয়সের মহিলা এবং রূপান্তরকামীদের রাজ্য-পরিচালিত পাল্লে ভেলুগু এবং TSRTC (তেলঙ্গানা রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশন)-র অধীনস্থ এক্সপ্রেস বাসে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। ৯ ডিসেম্বর, শনিবার থেকেই এই প্রকল্প চালু হবে। কেবল আন্তঃরাজ্য পরিষেবার ক্ষেত্রেই এই প্রকল্প চালু হবে বলেও পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে।

এছাড়া সফটওয়্যার-ভিত্তিক মহালক্ষ্মী প্রকল্পের অধীনে স্মার্ট কার্ড করার পরিকল্পনা রয়েছে রেবন্ত সরকারের। যাতে এই স্মার্ট কার্ডের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাগুলি ঠিকমতো পেতে পারে রাজ্যবাসী।

প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা ভোটের আগে সেমি ফাইনালে ডাহা ফেল করেছে কংগ্রেস। অকল্পনীয়ভাবে রাজস্থান, ছত্তীসগঢ় কংগ্রেসের হাতছাড়া হয়েছে। ৫ রাজ্যের মধ্যে কেবল সান্ত্বনা হয়েছে তেলঙ্গানা। এবারে তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রচারে মহালক্ষ্মী প্রকল্প, ওবিসি সংরক্ষণ-সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। সেই প্রতিশ্রুতি যে ভুয়ো ছিল না, সেটা মুখ্যমন্ত্রী পদে বসেই প্রমাণ করলেন রেবন্ত।