জ্বর-ব্যথা নয়, ভ্যাকসিন নিতেই দৃষ্টিশক্তি ফিরল ৭০ বছরের বৃদ্ধার

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 05, 2021 | 10:51 PM

চোখের মণি সাদা হয়ে যাওয়ার কারণে ৯ বছরের আগে ২ চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছিলেন মথুরাবাই।

জ্বর-ব্যথা নয়, ভ্যাকসিন নিতেই দৃষ্টিশক্তি ফিরল ৭০ বছরের বৃদ্ধার
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিম: ভ্যাকসিন নিলে সামান্য জ্বর আসতে পারে, হতে পারে সামান্য গায়ে হাতে ব্যথাও। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর ৯ বছর আগে হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি কি ফিরে আসতে পারে? মহারাষ্ট্রের ওয়াশিমের বাসিন্দা মথুরাবাই বিদভের ঘটনায় তাজ্জব গোটা নেটদুনিয়া। তাঁর দাবি, কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনের প্রথম ডোজ় নিতেই ৯ বছর আগে হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তিনি।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, চোখের মণিতে সমস্যার কারণে ৯ বছরের আগে ২ চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছিলেন মথুরাবাই। তাঁর দাবি কোভিশিল্ডের প্রথম ডোজ় নেওয়ার পরের সপ্তাহেই একটি চোখে ৩০-৪০ শতাংশ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তিনি। যদিও তাঁর চোখ এখনও পরীক্ষা করে দেখেননি চিকিৎসকরা। চিকিৎসকরা পরীক্ষা করার পরই তাঁর এই দাবির সত্যতা জানা যাবে।

কয়েকদিন আগে ভ্যাকসিন নিয়ে দেহ চুম্বকে পরিণত হওয়ার দাবি উঠেছিল। তখন মহারাষ্ট্র থেকে খাস বাংলায়ও অনেকে দাবি করেছিলেন, ভ্যাকসিন নেওয়ার পর তাঁদের দেহে চৌম্বকত্ব দেখা দিয়েছে। যদিও সেই দাবি ধোপে টিকতে দেয়নি বিজ্ঞান মঞ্চ। এই ধারণা একেবারে ভ্রান্ত বলে অভিযোগ করেছিলেন চিকিৎসকরা। মহারাষ্ট্রের নাসিকের এক ব্যক্তি তখন দাবি করেছিলেন, তাঁর দেহ চুম্বক হয়ে গিয়েছে। এ বার দ্বিতীয় ডোজ় নেওয়ার পর তাঁর আরও দাবি, দেহে চুম্বক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: সাংসদ-বিধায়কদের আচরণ ঠিক নেই, উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

Next Article