Crime: ‘না’ বলেছিল বয়ফ্রেন্ড, এক কোপেই যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা! রক্তাক্ত অবস্থাতেই রাস্তায় ছুট…
Police Case: বছর ছাব্বিশের এক যুবতীর বিরুদ্ধে তাঁর প্রেমিকের উপরে ছুরি দিয়ে হামলা ও যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে অবস্থা সঙ্কটজনক ওই যুবকের। অন্যদিকে, যুবতী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে।
মুম্বই: তিক্ত হয়েছিল প্রেমের সম্পর্ক। প্রেমিকা বিয়ে করতে চাইলেও, নারাজ প্রেমিক। রাগের বশে চরম সিদ্ধান্ত প্রেমিকার। বিয়ে করতে অস্বীকার করায়, ছুরি গিয়ে প্রেমিকের যৌনাঙ্গই কেটে নিল প্রেমিকা। প্রাণ বাঁচাতে ওই অবস্থাতেই বাড়ি থেকে ছুট লাগান যুবক। কোনওমতে পৌঁছন হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। বছর ছাব্বিশের এক যুবতীর বিরুদ্ধে তাঁর প্রেমিকের উপরে ছুরি দিয়ে হামলা ও যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে অবস্থা সঙ্কটজনক ওই যুবকের। অন্যদিকে, যুবতী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ১৬ অগস্ট ঘটেছে। থানের ভিওয়ান্ডিতে থাকতেন যুবতী। তাঁর সঙ্গে দেখা করতে আসেন বছর একত্রিশের যুবক। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। এরপর কথাবার্তার মাঝেই বিয়ের প্রসঙ্গ ওঠে। যুবক ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করতেই, যুবতী উঠে গিয়ে রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে আসে এবং সোজা প্রেমিকের উপরে ঝাঁপিয়ে পড়ে। এক কোপেই আলাদা করে দেয় যৌনাঙ্গ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে যুবক। কোনওমতে যুবতীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বেরিয়ে আসে। দৌড়ে পৌঁছয় কাছের হাসপাতালে। সেখান থেকেই পুলিশে অভিযোগ জানান যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত যুবতীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৮(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।