Physical Harassment: ‘তান্ত্রিক’ দেওর ‘ধর্ষণ’ করেছে, নির্যাতিতাকে ২ কিমি হাঁটিয়ে মেডিক্যাল পরীক্ষা করতে নিয়ে গেল পুলিশ!
Mumbai: মহিলা আইনজীবীকে ধর্ষণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। ওই মহিলা মুম্বইয়ের একটি আদালতের আইনজীবী।
মুম্বই: মহিলা আইনজীবীকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বিয়ের পর থেকেই তাঁর উপর নানা ভাবে অত্যাচার চলছে বলে অভিযোগ ওই মহিলা। তাঁর অভিযোগ, স্বামী, দেওর সহ শ্বশুরবাড়ির সকলেই নানা ভাবে তাঁকে হেনস্থা করে দিনের পর দিন। তাঁর দেওর তান্ত্রিক বলেও জানিয়েছেন ওই মহিলা। দেওর তাঁর উপর কালা জাদু করেছে বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। সম্প্রতি তান্ত্রিক দেওর তন্ত্র সাধনার অজুহাতে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির বাকিরা মারধর করেন এবং দেওর তাঁকে ফের ধর্ষণ করেন বলে অভিযোগ। ওই মহিলার স্বামী বিদেশে কর্মরত। দিনের পর দিন অত্যাচার সীমা ছাড়াতে পুলিশে অভিযোগ দায়ের করেন ও মহিলা আইনজীবী। সেখানেও তাঁকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ মহিলা পুলিশ কনস্টেবল তাঁকে ২ কিলোমিটার হাঁটিয়ে মেডিক্যাসল পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে যান বলে অভিযোগ।
মহিলা আইনজীবীকে ধর্ষণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। ওই মহিলা মুম্বইয়ের একটি আদালতের আইনজীবী। বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার চলে বলে অভিযোগ ওই মহিলার। সম্প্রতি তাঁর তান্ত্রিক দেওর একাধিক বার ধর্ষণ করেন বলে অভিযোগ মহিলার। এর পরই পুলিশের দ্বারস্থ হন তিনি।
পুলিশে অভিযোগ দায়েরের পর শারীরিক পরীক্ষা করানো হয়েছে ওই মহিলার। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে যাওয়ার জন্য মহিলা কনস্টেবল তাঁরেক ট্যাক্সি ভাড়া করতে বলেন বলে দাবি ওই মহিলার। কিন্তু তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে পর্যাপ্ত টাকা নেই। এর পর ওই মহিলা কনস্টেবল তাঁকে ২ কিলোমিটার হাঁটিয়ে হাসপাতালে নিয়ে যান বলে অভিযোগ। ঘটনা নিয়ে পুলিশের এক অফিসার জানিয়েছেন, অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।