ভোপাল: রাস্তাতেই ফেলে চলল কিল-চড়-লাথি। অপরাধ, মাস্ক পরেননি তিনি। করোনা সংক্রমণ রুখতে বাধ্যতামূলকভাবে মাস্ক না পরায় এক মহিলাকে তাঁর মেয়ের সামনে রাস্তায় ফেলে এভাবেই মারধর করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের সাগর জেলায়।
করোনা সংক্রমণ রুখতে মধ্য প্রদেশেও জারি হয়েছে বিধিনিষেধ। তারই মাঝে মেয়েকে নিয়ে মুদি দোকান থেকে কয়েকটি প্রয়োজনীয় সামগ্রী কিনতে বেরিয়েছিলেন ওই মহিলা। দুজনের কারোর মুখেই মাস্ক না থাকলেও মেয়েটি স্কার্ফ দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, মাঝপথেই তাদের আটকায় পুলিশকর্মীরা। সেখানেই মাস্ক না পরার অপরাধে ওই মহিলাকে দুই পুলিশকর্মী নির্মমভাবে মারধর করতে থাকে। আহত মহিলা নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও ব্যর্থ হন, বেশ কয়েকবার পুলিশের মারে মাটিতেও পড়ে যান তিনি।
सागर में एक महिला की पिटाई का वीडियो वायरल हो रहा है, महिला अपनी बेटी के साथ बाहर निकली थी, मास्क नहीं पहना था बेटी ने भी मुंह पर सिर्फ स्कॉर्फ बांध रखा था। इस बीच पुलिस ने चेकिंग के दौरान गांधी चौक के पास उसे पकड़ लिया @ndtvindia @ndtv @manishndtv @alok_pandey @GargiRawat pic.twitter.com/rKwichtrpd
— Anurag Dwary (@Anurag_Dwary) May 19, 2021
পরে দেখা যায়, এক মহিলা পুলিশকর্মী তাঁকে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছে। ওই মহিলা ও তাঁর মেয়ে বাধা দিলে চুলের মুঠি ধরে টানার দৃশ্যও দেখা যায়।
এর আগেও মধ্য প্রদেশ পুলিশের বিরুদ্ধে অতি কঠোর পদক্ষেপের অভিযোগ উঠেছিল। গত ৬ এপ্রিল ইন্দোরে এক ব্যক্তি ঠিকভাবে মাস্ক না পরায় তাঁকে নির্মভাবে মারধর করে পুলিশ, এ বার রেহাই পেল না মহিলাও।
আরও পড়ুন: করোনা টিকায় জিএসটি-র হার শূন্য শতাংশের কাছাকাছি নিয়ে যেতে পারে কেন্দ্র