UP polls: হঠাৎ ছন্দপতন! উত্তর প্রদেশ বিধানসভা ভোটে লড়বেন না অখিলেশ যাদব

Nov 01, 2021 | 2:36 PM

Akhilesh Yadav, অখিলেশের এই ভোটে প্রতিদ্বন্দিতা না করার সিদ্ধান্ত সামনে আসার পর বিরোধী দল গুলি নানা ধরনের কটাক্ষ শুনতে হবে বলাই বাহুল্য।

UP polls: হঠাৎ ছন্দপতন! উত্তর প্রদেশ বিধানসভা ভোটে লড়বেন না অখিলেশ যাদব
মুখ খুললেন সপা প্রধান অখিলেশ যাদব (ফাইল ছবি)

Follow Us

লখনউ: আগামী বছরেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (UP Assembly Election 2022)। বেশ কিছুদিন ধরেই নানা ইস্যুতে আয়তনের বিচারে দেশের সবথেকে বড় রাজ্যকে নিয়ে চর্চা চলছে। এর মধ্যে কার্যত রণে ভঙ্গ দিলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোমবার তিনি জানিয়ে দেন আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।।

এই খবর সামনে আসার পর থেকে গোবলয়ের রাজনীতিতে শোরগোল পড়ে যাবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এদিন মুলায়ম পুত্র জানিয়েছেন, আগামী বছরের লোকসভা ভোটে রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে সমাজবাদী পার্টির নির্বাচনী জোট চূড়ান্ত হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।

আজমগড়ে সাংসদ তথা বিধানসভা নির্বাচনে সমাজবাদীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশ দৃ়ঢতার সঙ্গে জানিয়েছেন এবারের বিধানসভা ভোটে তিনি দাঁড়াচ্ছেন না। অখিলেষশের এই সিদ্ধান্তে কিছুটা বিস্মিত রাজনৈতিক মহল। তাদের মতে এবারে উত্তর প্রদেশ নির্বাচনে মূলত চতুর্মুখী লড়াই হবে। সেখানে নিজে ভোটে না দাঁড়ানোর ফলে দলীয় কর্মীদের মনোবল ধাকা খেতে পারে।

অখিলেশের এই ভোটে প্রতিদ্বন্দিতা না করার সিদ্ধান্ত সামনে আসার পর বিরোধী দল গুলি নানা ধরনের কটাক্ষ শুনতে হবে বলাই বাহুল্য। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন ধারে ভারে প্রধান বিজেপি (BJP) বিরোধী দল হিসেবে সমাজবাদী পার্টিই ছিল, সেখানে অখিলশের না দাঁড়ানোর সিদ্ধান্তকে তাঁর ভয় পাওয়া হিসেবেই ব্যখ্যা করবে বিজেপি সেক্ষেত্রে সাধারণ মানুষের সমাজবাদী পার্টির অনাস্থা জন্ম নিতে পারে বলেই মনে করছেন তারা। প্রতিনিয়তই পরিবার বাদের কথা বলে অখিলেশকে আক্রমণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে অখিলেশ যে সম্পূর্ণ ব্যর্থ সেকথাও বারবার বলেন তিনি। অখিলেশের এই সিদ্ধান্তকে তাঁর ভয় পাওয়া হিসেবে তুলে ধরতে পারে বিজেপি।

উত্তর প্রদেশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে এবারে বিরোধী দল গুলোর মধ্যে কোনও জোট হয়নি। আগেরবার অখিলেশের সমাজবাদী পার্টি ও মায়াবতীর (Mayabati) বহুজন সমাজবাদী পার্টি (Bahujan Samajwadi Party) জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করলেও বিরাট ব্যবধানে বিজেপির কাছে তাঁরা পরাজিত হয়েছেন। এবার আগেভাগেই অখিলেশ জানিয়ে দিয়েছিলেন কোনও বড় বিরোধী দলের সঙ্গে তিনি জোট করবেন না তুলনায় ছোট দলগুলির সঙ্গেই তিনি জোটে আগ্রহী। সেই মত বেশ কয়েকটি ছোট দলের সঙ্গে কথা চলছে। অখিলেশের এই সিদ্ধান্তে সেই জোট প্রক্রিয়াও ব্যহত হয় কিনা সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন Local Train: ট্রেন লেট! বসে গিয়েছে সিগন্যালিং সিস্টেম, দ্বিতীয় দিনেই হয়রানির শিকার নিত্যযাত্রীরা

আরও পড়ুন Zydus Cadila: কেন্দ্রের সঙ্গে দর কষাকষির পর কমছে জ়াইডাস ক্যাডিলার টিকার দাম, জানুন কত টাকায় পাবেন প্রতি ডোজ়

Next Article