Hydrogen Train: বিশ্বের সবথেকে ‘পাওয়ারফুল’ হাইড্রোজেন ট্রেন চলবে ভারতে, কবে চালু হবে, কত স্পিড, জেনে নিন সব তথ্য
Hydrogen Train: জানা গিয়েছে, হাইড্রোজেন ট্রেনের পাইলট প্রজেক্টের জন্য ১১১.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে রেল।

নয়া দিল্লি: শুধুমাত্র রেলওয়ের ক্ষেত্রেই নয়, বলা যেতে পারে দেশের পরিবহন ক্ষেত্রে এক বিপ্লব ঘটতে চলেছে কিছুদিনের মধ্যেই। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ‘হাইড্রোজেন ট্রেন’ চালাতে চলেছে ভারত। লাগবে না কোনও জ্বালানি, ফলে দূষণ ছড়ানোর কোনও প্রশ্নই নেই।
এই ট্রেন হাইড্রোজেন ও অক্সিজেন থেকে জ্বালানি তৈরি করবে। ফলে, তা থেকে শুধুই জলীয় বাষ্প উৎপন্ন হবে, ছড়াবে না কোনও দূষণ। তাই বলা যেতে পারে, পরিবেশ-বান্ধর পরিবহন ব্যবস্থার জন্য এই ট্রেন হবে ভারতের অন্যতম বড় পদক্ষেপ। ভারতের আগে জার্মানি, চিন, ফ্রান্স ও ইউকে-তে হাইড্রোজেন ট্রেন চলে।
কবে থেকে চলবে হাইড্রোজেন ট্রেন?
সব প্রস্তুতি প্রায় শেষ। হাইড্রোজেন ট্রেন চলার আর বেশি দেরী নেই। সূত্রের খবর, আগামী ৩১ মার্চ থেকে চালু হবে এই ট্রেন। প্রথমে জিন্দ-সোনিপাত রুটে চলবে ট্রেনটি।
হাইড্রোজেন ট্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
১. এই ট্রেনের সর্বাধিক গতি হতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
২. একটি হাইড্রোজেন ট্রেনে একসঙ্গে ২৬৩৮ জন যাত্রা করতে পারবেন।
৩. এই ট্রেনে থাকবে ১২০০ হর্সপাওয়ারের ইঞ্জিন। এটিই হবে বিশ্বের সবথেকে বড় হাইড্রোজেন চালিত ট্রেন।
৪. সূত্রের খবর, এটাই হবে বিশ্বের সবথেকে লম্বা হাইড্রোজেন ট্রেন।
কত কোটি টাকা খরচ হচ্ছে-
জানা গিয়েছে, হাইড্রোজেন ট্রেনের পাইলট প্রজেক্টের জন্য ১১১.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে রেল। এরকম মোট ৩৫টি ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনের জন্য খরচ হবে ৮০ কোটি টাকা করে। এছাড়াও হাইড্রোজেন ট্রেনের জন্য যে ব্যবস্থা করতে হবে, তাতে খরচ হবে অতিরিক্ত ৭০ কোটি টাকা।





