Ayodhya Mandate: ‘মা সীতাকেও রেয়াত করেনি’, অযোধ্যাবাসীর উপর ক্ষোভ উগরে দিলেন ‘লক্ষ্মণ’

Jun 06, 2024 | 2:07 PM

Sunil Lahiri on 2024 Lok Sabha Election Results: অযোধ্যাবাসীর উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন লক্ষ্মণ। দয়ানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিকে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লাহিড়ী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়ো পোস্ট করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল নিয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভর্ৎসনা করেছেন অযোধ্যাবাসীকে।

Ayodhya Mandate: মা সীতাকেও রেয়াত করেনি, অযোধ্যাবাসীর উপর ক্ষোভ উগরে দিলেন লক্ষ্মণ
রামায়ণ ধারাবাহিকের একটি দৃশ্য।

Follow Us

অযোধ্যায় মহাসমারোহ করে অর্ধনির্মিত রামমন্দির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে দেশ জুড়ে বিস্তর প্রচার করেছিল বিজেপি। কিন্তু তা সত্ত্বেও অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অধীনস্ত, সেই ফৈজাবাদে হেরেছে বিজেপি । শুধু তাই নয় উত্তর প্রদেশ-সহ অনেক রাজ্যেই প্রত্যাশিত ফলের ধারেকাছে পৌঁছতে পারেনি বিজেপি। যার জেরে মেলেনি সংখ্যাগরিষ্ঠতা। এর জেরে আর বেশি করে জোট মুখাপেক্ষী বিজেপি। এই পরিস্থিতিতেই অযোধ্যাবাসীর উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন লক্ষ্মণ। দয়ানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লাহিড়ী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়ো পোস্ট করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল নিয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভর্ৎসনা করেছেন অযোধ্যাবাসীকে।

লোকসভা নির্বাচনের ফল নিয়ে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল বলেছেন, “এই নির্বাচনের ফল দেখে আমি খুব হতাশ। ভোট খুব কম পড়েছে। আমি ক্রমাগত ভোট দিতে মানুষকে আবেদন করেছিলাম। এখন জোট সরকার তৈরি হবে। সেই সরকার পাঁচ বছর মসৃণভাবে চলতে পারবে?”

ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির হার নিয়েও ক্ষোভ উগরেছেন সুনীল। তিনি বলেছেন, “আমরা ভুলে গিয়েছি বনবাস থেকে ফেরার পর সীতার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছিল অযোধ্যাবাসী। ভগবানও যদি এসে দাঁড়ায় তবুও তাঁকে তাড়িয়ে দেবে অযোধ্যাবাসী। সত্যিকারের রাজাকে অযোধ্যা প্রত্যাখ্যান করে। মা সীতাকেও এরা রেয়াত করেনি।”

 

অযোধ্যা বিজেপি সমাজবাদী পার্টির কাছে হারলেও মেরঠে জিতেছেন অরুণ গোভিল। তিনি রামানন্দ সাগরের রামায়ণের রামের চরিত্রে অভিনয় করেছেন। এই জয়ের জন্য অরুণকে অভিনন্দন জানিয়েছেন সুনীল। কঙ্গনা রানাউত জিতেছেন বলেও নিজের খুশি গোপন করেননি সুনীল।

পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে হেরেছেন বঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষের। ফল প্রকাশের পরের দিন, অযোধ্যায় হার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সুনীলের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছিল দিলীপের মুখে।

Next Article