Tarun Arora at WITT: ‘কোভিডের পর কেনাকাটার ধরন বদলে ফেলেছেন মানুষ’, কেমন এমন বললেন তরুণ অরোরা
Tarun Arora at WITT: এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে কী চ্যালেঞ্জ রয়েছে, ভবিষ্যৎ-ই বা কী, তা নিয়ে এদিন কথা বলেন জাইডাস ওয়েলনেস-এর সিইও তরুণ অরোরা। সেখানেই তিনি উল্লেখ করেন, ভারতে এখন যে কোনও পণ্যের ক্ষেত্রে ছোট প্যাকেজিংয়ের চাহিদা বাড়ছে।

নয়া দিল্লি: করোনা পরিস্থিতিতে অর্থনীতিতে যে ব্যাপক প্রভাব পড়েছে, তা নিয়ে চর্চা হয়েছে বিভিন্ন সময়ে। প্রভাব পড়েছে পণ্যের বাজারেও। TV9 নেটওয়ার্কের কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র মঞ্চে সেই ব্যাখ্যা দিলেন Zydus Wellness সংস্থার সিইও তরুণ অরোরা। তিনি জানিয়েছেন, আগে মাসে একবার বাজার করা হত। এখন তা বদলে গিয়েছে।
তরুণ অরোরা বলেন, ভারতে কোভিডের পর মানুষের কেনাকাটার ধরন বদলে গিয়েছে। আগে মানুষ তাদের মাসিক খরচ অনুযায়ী মাসে একবার রেশন কিনতে যেত এবং পরে প্রয়োজন পড়লে কিনত। এইভাবে এই সিস্টেমটা কাজ করত। কিন্তু কোভিডের সময় অনেক বদল এসেছে। কেনাকাটা পদ্ধতি থেকে গ্রাহকদের আচরণে বড় পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেছেন তরুণ অরোরা।
TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিট ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র মঞ্চে আলোচনায় যোগ দিয়েছিলেন তরুণ অরোরা। এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে কী চ্যালেঞ্জ রয়েছে, ভবিষ্যৎ-ই বা কী, তা নিয়ে এদিন কথা বলেন জাইডাস ওয়েলনেস-এর সিইও তরুণ অরোরা। সেখানেই তিনি উল্লেখ করেন, ভারতে এখন যে কোনও পণ্যের ক্ষেত্রে ছোট প্যাকেজিংয়ের চাহিদা বাড়ছে।
তরুণ অরোরা উল্লেখ করেন, কোভিডের পর বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধি বেড়েছে। সারা বিশ্বে জোগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রভাব পড়েছে সারা বিশ্বে। নিম্ন আয়ের মানুষজন সবথেকে বেশি প্রভাবিত হয়েছে। তার ফলেই বড় প্যাকেট কেনার ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে। পরিবর্তে ছোট প্যাকেট কেনা হচ্ছে।
