Chakulia: আটক ১০, কোন কোন ধারায় মামলা? চাকুলিয়ার ঘটনায় পুলিশ রিপোর্ট সিইও দফতরে

CEO Office: এসআইআর শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল চাকুলিয়া। বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের উপরেও হামলার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। পুলিশ রিপোর্ট বলছে, এদিন সকাল আনুমানিক ৯টা নাগাদ স্থানীয় মানুষজন শুনানি নিয়ে বিডিও অফিসের আশেপাশের রাস্তায় অবরোধ শুরু করেন।

Chakulia: আটক ১০, কোন কোন ধারায় মামলা? চাকুলিয়ার ঘটনায় পুলিশ রিপোর্ট সিইও দফতরে
এলাকার পরিস্থিতি এখনও থমথমে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 15, 2026 | 9:32 PM

কলকাতা: বাঁকুড়া থেকে বারাসত, এসআইআর নিয়ে সর্বত্রই বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। কিন্তু উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় যা হল তা যেন ছাপিয়ে গেল সব ঘটনাকেই। অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা এলাকা। বিক্ষোভে পুড়ে খাক বিডিও অফিস। ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় জারি হল হাই অ্যালার্ট। এরইমধ্যে এবার চাকুলিয়া নিয়ে পুলিশ রিপোর্ট এল সিইও দফতরে। 

এসআইআর শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল চাকুলিয়া। বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের উপরেও হামলার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। পুলিশ রিপোর্ট বলছে, এদিন সকাল আনুমানিক ৯টা নাগাদ স্থানীয় মানুষজন শুনানি নিয়ে বিডিও অফিসের আশেপাশের রাস্তায় অবরোধ শুরু করেন। খবর পেয়ে চাকুলিয়া থানার আইসি বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন। সেই সময় কয়েকজন জোর করে বিডিও অফিস চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। অভিযোগ, তখনই উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। ভিড়ের মধ্যে থাকা একাংশ, যাদের অধিকাংশই যুবক তাঁরাই হামলায় নেতৃত্ব দেয় বলে অভিযোগ। পুলিশের আটকানোর চেষ্টা করলেও উত্তেজিত জনতা বিডিও অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অফিসের চেয়ার-টেবিল ও কম্পিউটার ভাঙচুর করা হয়। প্রচুর সরকারি নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

 উত্তেজনার মধ্যেই চাকুলিয়া থানার আইসি এবং পাঁচজন কনস্টেবল গুরুতর জখম হয়েছেন বলে জানা যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় এসডিপিও এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জও করতে হয়। ফাটে কাঁদানে গ্যাসের শেল। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে যান। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে। চলছে রুট মার্চ। এই ঘটনার সঙ্গে কোনও গভীর ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এ ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে জোরদার তল্লাশি অভিযান চলছে। এই ঘটনায় গোলপোখর-২ ব্লকের বিডিও-র পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে চাকুলিয়া থানায় মামলা (Case No 19/26) রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৩২৯(৪), ১২৬(২), ১১৫(২), ১১৭(২), ৩২৪(৫), ৩২৬(জি), ১৩২, ১২১(১), ১২১(২), ৩৫১(২), ৩(৫) এবং পিডিপিপি অ্যাক্ট (PDPP Act)-এর ৩ নম্বর ধারায় মামলা করা হয়েছে।