AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: রাঁচিতে নামতেই পারল না জোড়া বিমান, অবতরণ কলকাতায়

Kolkata Airport: আবহাওয়া খারাপ থাকার কারণে, ওই দুটি বিমান রাঁচি বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হয়নি। তাই ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে ওই বিমান দুটিকে।

Kolkata Airport: রাঁচিতে নামতেই পারল না জোড়া বিমান, অবতরণ কলকাতায়
বিমানবন্দর
| Edited By: | Updated on: Sep 12, 2022 | 10:48 PM
Share

কলকাতা: রাঁচি বিমানবন্দরে আবহাওয়া খারাপ। প্রবল বৃষ্টিপাত। সঙ্গে ঝোড়ো হাওয়া। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাঁচি বিমানবন্দরে অবতরণ করতে পারল না দুটি বিমান। তাই ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হল ওই বিমান দুটিকে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। উল্লেখ্য, কলকাতাতেও এদিন সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। রাঁচি বিমানবন্দর সূত্র মারফত জানা গিয়েছে, ওই দুটি বিমানের মধ্যে একটি হায়দরাবাদ থেকে রাঁচির দিকে যাচ্ছিল এবং অন্যটি দিল্লি থেকে রাঁচির দিকে যাচ্ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে, ওই দুটি বিমান রাঁচি বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হয়নি। তাই ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে ওই বিমান দুটিকে।

ইন্ডিগো উড়ান সংস্থার ৬ই৯৮১ হায়দরাবাদ থেকে রাঁচির দিকে আসছিল। অন্যটি ছিল ভিস্তারা উড়ান সংস্থার ইউকে ৭৫৩, সেটি আসছিল দিল্লি থেকে। এদিন ভিস্তারার বিমানটি রাত ৮ টা ৫৫ মিনিটে এবং ইন্ডিগোর বিমানটি রাত ৯ টা ২৭ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ওই বিমান দুটি। কলকাতা বিমানবন্দর সূত্রে এমনই জানা গিয়েছে। হায়দরাবাদ থেকে রাঁচিগামী বিমানটিতে ১৫০ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। অন্যদিকে দিল্লি থেকে রাঁচিগামী বিমানটিতে ১১২ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে দশটা পর্যন্তও ওই বিমান দু’টি কলকাতা বিমানবন্দরের পার্কিং বে’তে দাঁড়িয়ে ছিল। সূত্রের খবর, ভিস্তারা উড়ান সংস্থার ওই বিমানটির জ্বালানিও কমে এসেছে।

উল্লেখ্য, এর আগেও কিছুদিন আগে একটি বিমানের জ্বালানি কমে আসার কারণে জরুরি ভিত্তিতে ওই বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছিল। আইজল থেকে কলকাতার দিকে আসছিল ওই বিমানটি। কিন্তু মাঝ আকাশেই বিমানের জ্বালানি ফুরিয়ে আসছিল। এমন পরিস্থিতিতে বাকি সব বিমানকে গো অ্যাওয়ে করে দিয়ে ওই বিমানটিকে অবতরণ করানো হয়েছিল কলকাতা বিমানবন্দরে।