Omicron in Bengal: ওমিক্রনে আক্রান্ত আরও ২, রাজ্যে নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে ৪

Omicron Variant: আক্রান্তরা দুইজনেই কলকাতার বাসিন্দা। উল্লেখ্য, কলকাতায় এই প্রথম ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া গেল।

Omicron in Bengal: ওমিক্রনে আক্রান্ত আরও ২, রাজ্যে নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে ৪
ফের বাড়ছে ওমিক্রনের আতঙ্ক (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 11:34 PM

কলকাতা : রাজ্য আরও দুই ওমিক্রনে (Omicron Variant) আক্রান্তের খোঁজ। ১২ ডিসেম্বর নাইজেরিয়া (Nigeria Returnee) থেকে কলকাতায় ফিরেছিলেন ৬৯ বছর বয়সি এক বৃদ্ধ। রবিবার লন্ডন (London Returnee) থেকে ফেরেন আলিপুরের বাসিন্দা ওই যুবক। আজ সেই দুইজনের শরীরেই ওমিক্রনের সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্তরা দুইজনেই কলকাতার বাসিন্দা। উল্লেখ্য, কলকাতায় এই প্রথম ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া গেল।

একদিনে দুই জনের শরীরে ওমিক্রনের খোঁজ

বুধবার মোট তিনটি নমুনার জিনোম সিকোয়েন্স (Genome Sequencing) করা হয়েছে। তার মধ্যে দুটির নমুনায় ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। তৃতীয় জনের শরীরে ডেল্টার সংক্রমণ ধরা পড়েছে। কলকাতার আলিপুরের ওই যুবক ছাড়া, অন্য যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, ১২ ডিসেম্বর তিনি নাইজেরিয়া থেকে কলকাতায় ফিরেছেন। করোনার মৃদু উপসর্গ অনুভব করায় তিনি নমুনা পরীক্ষা করান এবং ১৪ ডিসেম্বর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। এই নিয়ে রাজ্যে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল চার। বুধবার যে দুই জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁরা উভয়েই কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রাজ্যে ওমিক্রনে আক্রান্ত ৪

উল্লেখ্য, রাজ্যে প্রথম ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল ১৫ ডিসেম্বর। মুর্শিদাবাদের সাত বছর বয়সি এক বালক ওমিক্রনে আক্রান্ত হয়েছিল। সে তাঁর পরিবারের সঙ্গে আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে রাজ্যে ফিরেছিল। এরপর ২০ ডিসেম্বর খোঁজ মেলে আরও এক আক্রান্তের। যদিও দিল্লিতেই ওই ব্যক্তির শরীরে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছিল। ১০ ডিসেম্বর তিনি দিল্লির এক হাসপাতালে ভর্তি হন। পরে রিপোর্ট নেগেটেভ হওয়ার পর সুস্থ হয়ে রাজ্যে ফিরেছিলেন। এরপর আজ আরও দুইজনের শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গেল।

কলকাতাতেও ঢুকে পড়ল সংক্রমণ

রবিবার লন্ডন থেকে এয়ার ইন্ডিয়ার এআই ১৬৪ বিমানে কলকাতায় আসে আলিপুরের ওমিক্রনে আক্রান্ত যুবক। বিমানবন্দরে ওই যুবকের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে রাখা হয়। পরে তাকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ১৯ বছর বয়সি ওই যুবকের জিনোম সিকোয়েন্সিয়ের জন্য নমুনা সংগ্রহ করেন। আজ সেই রিপোর্টে ওমিক্রন ধরা পড়েছে।

এয়ার ইন্ডিয়ার এআই ১৬৪ বিমানটি সপ্তাহে একদিন লন্ডন থেকে সরাসরি কলকাতায় আসে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, বিমানবন্দরে অবতরণের পর ওই যুবকের করোনা পরীক্ষা করা হলে, তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর পুনরায় তার আরটিপিসিআর পরীক্ষা করানো হয় এবং সেই রিপোর্টও পজিটিভ আসে। এরপরই আর দেরি না করে কোভিড বিধি মেনে নির্দিষ্টি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

এদিকে ১২ ডিসেম্বর নাইজেরিয়া থেকে কলকাতায় এসেছিলেন ৬৯ বছর বয়সি ওই বৃদ্ধ। নাইজেরিয়া থেকে ফেরার পর থেকেই করোনার মৃদু উপসর্গ অনুভব করতে শুরু করেন তিনি। দেরি না করে করোনা পরীক্ষা করান তিনি। ১৪ ডিসেম্বর তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

আরও পড়ুন: TMC: দলের জন্মদিন থেকে প্রজাতন্ত্র দিবস, কী কী করতে হবে; জেলার নেতাদের বিস্তারিত জানাল তৃণমূল

‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন