Covid-19 Bulletin : আবার বাড়ল দৈনিক সংক্রমণ, ফিকে হয়ে এলেও পিছু ছাড়ছে না করোনা

Coronavirus cases in West Bengal: রাজ্যে আবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।

Covid-19 Bulletin : আবার বাড়ল দৈনিক সংক্রমণ, ফিকে হয়ে এলেও পিছু ছাড়ছে না করোনা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 8:07 PM

কলকাতা : রাজ্যে গতকালের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। যেখানে গতকাল রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৯৯৮ টি। রাজ্যে একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৩ জন। করোনা গ্রাফ ওঠা নামা করলেও মোটের উপর বাংলায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার -০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার – ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

মালদহ–গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: রবিবার- ০, মঙ্গলবার -০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার -১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -১।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার -০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -১।

হুগলি– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৯ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার – ০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার -২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯২ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার -৪।

আরও পড়ুন : Covid-19 Bulletin : আবার বাড়ল দৈনিক সংক্রমণ, ফিকে হয়ে এলেও পিছু ছাড়ছে না করোনা