AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sacked Teachers’ Movement: ‘এই পুলিশ এই পুলিশ… ৫০০ টাকা নয় ২ টাকা নিয়ে যা’! ঘুষেরও ‘যোগ্য-অযোগ্য’ বোঝালেন চাকরিহারারা

Sacked Teachers’ Movement: উত্তাল হল রাজধানীও। ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কসবাও। এখানেই আবার চাকরিহারাদের ফেলে পেটাতে দেখা যায় পুলিশকে।

Sacked Teachers’ Movement: ‘এই পুলিশ এই পুলিশ… ৫০০ টাকা নয় ২ টাকা নিয়ে যা’! ঘুষেরও ‘যোগ্য-অযোগ্য’ বোঝালেন চাকরিহারারা
আন্দোলনে ক্ষোভের আগুন Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 3:03 PM
Share

কলকাতা: চাকরিহারারা রাস্তায় নামতেই অ্যাকশনে পুলিশ। মাঠে নাম র‌্যাফ, চলল লাঠিচার্জ! তাতেই যেন ক্ষোভের আগুন একেবারে ঘি পড়ল। হাতে ৫০০ টাকার নোট নিয়ে এগিয়ে এলেন বিক্ষুব্ধরা। উচ্চস্বরে বললেন, ‘ঘুষ দেব ঘুষ! এই পুলিশ টাকা নিয়ে যা টাকা।’ কেউ আবার ২ টাকা এগিয়ে দিয়ে বললেন, ওরা ৫০০ টাকারও যোগ্য নয়। এদিন সকাল থেকে কখনও বারাসত কখনও কাঁথি, কখনও আসানসোল, কখনও আবার মালদহে ডিআই অফিসে আছড়ে পড়ল প্রতিবাদীদের ঢেউ। ঝুলল তালা। 

উত্তাল হল রাজধানীও। ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কসবাও। এখানেই আবার চাকরিহারাদের ফেলে পেটাতে দেখা যায় পুলিশকে। উত্তেজনার মাঝেই ৫০০ টাকার নোটের তোড়া নিয়ে এগিয়ে এলেন বেশ কয়েকজন চাকরিহারা। চিৎকার করে বললেন, “ঘুষ দেব ঘুষ! এই পুলিশ টাকা নিয়ে যা টাকা। আমরা পুলিশকে টাকা দিতে চাইছি। খুব ভাল কাজ করেছে। আমাদের ম্যাডামদের মেরেছে, শিক্ষকদের মেরেছে। তাই আমরা এই টাকা পুলিশকে প্রাইজ হিসাবে দিতে চাইছি।” 

পিছন থেকে এগিয়ে এলেন আরও বেশ কয়েকজন। একজন হাতে ২ টাকার কয়েন নিয়ে বললেন,  “ঘুষখোর পুলিশ! ঘুষখোরদের ঘুষ দেব। যোগ্যতার যেখানে মূল্য নেই, যোগ্য শিক্ষকরা আজ লাঠি খাচ্ছে। তাই ওদের ঘুষ দিতে চাইছি। আমরা আমাদের সর্বস্ব দিয়ে প্রতিবাদ চালাচ্ছি।” সঙ্গে সঙ্গেই পাশে দাঁড়িয়ে আর একজন বললেন, “আমাদের প্রতিবাদের ভাষা এটা। আমাদের শিক্ষকদের ভেরিফিকেশনের সময় ওরা টাকার দাবি করেছিল। সমস্ত জায়গা থেকে খবর। কারও থেকে ৫০০, কারও থেকে ১০০০ টাকা নিয়ে পুলিশ ভেরিফিকেশন করেছে। এরা এখন ৫০০ টাকার যোগ্য নয়। ২ টাকার যোগ্য।”