COVID Bulletin : স্বস্তি দিচ্ছে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কোন জেলায় কেমন পরিস্থিতি?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 19, 2022 | 7:50 PM

Coronavirus cases in West Bengal: রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।

COVID Bulletin : স্বস্তি দিচ্ছে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কোন জেলায় কেমন পরিস্থিতি?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা : রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। শুক্রবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৫৯১ টি। রাজ্যে একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৭ জন। গতকাল থেকেই একইসঙ্গে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা – উভয় জায়গাতেই দৈনিক সংক্রমণ একশো’র নীচে নেমে এসেছে। আজও সেই পরিসংখ্যানই বজায় রয়েছে। বাংলায় করোনা পরিস্থিতি এখন মোটের উপর অনেকটাই স্বাভাবিকের পথে।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ৮ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: শুক্রবার -২, শনিবার -০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

মালদহ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -১।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

নদিয়া– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

বীরভূম– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: শুক্রবার -১, শনিবার -০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: শুক্রবার -১, শনিবার -০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

হুগলি– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৬ জন। মৃত্যু: শুক্রবার -৫, শনিবার -৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮০ জন। মৃত্যু: শুক্রবার -০, শনিবার -২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১১ জন। মৃত্যু: শুক্রবার -৪, শনিবার -৩।

আরও পড়ুন : KMC: করের টাকা বাকি ফিরহাদ হাকিমের! বিল দেখে বিভ্রান্ত মেয়র নিলেন বড় সিদ্ধান্ত

Next Article