দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 14, 2021 | 9:11 AM

2nd Hooghly Bridge: প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুতে ওঠার আগেই একটি গাড়িতে হঠাত্ আগুন লেগে যায়।

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন
ফাইল ছবি

Follow Us

কলকাতা: দ্বিতীয় হুগলি সেতুতে আগুন আতঙ্ক! দ্বিতীয় হুগলি ব্রিজের টোল ট্যাক্সের কাছে ছোট পণ্যবাহি গাড়িতে আগুন লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুতে ওঠার আগেই একটি গাড়িতে হঠাত্ আগুন লেগে যায়। আগুন দ্রুত গ্রাস করতে থাকে গাড়িটিকে। চালক ও আরেক ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে যান। স্থানীয়রাই প্রথমে খবর দেন দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আরও পড়ুন: খাটের ওপর বৃদ্ধের পচাগলা দেহ, আগলে বসে স্ত্রী-মেয়ে! বাগবাজারে ফিরল রবিনসন স্ট্রিটের স্মৃতি

আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে হাওড়া থেকে কলকাতা যাওয়ার রাস্তা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। যানজট তৈরি হয়। পরে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। ঘটনায় হতাহতের কোনও খবর নাই। তবে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই গাড়ির চালক। গাড়িটিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Next Article