AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GI Tag: নতুন বছরেই বড় প্রাপ্তি বাংলার, GI ট্যাগ পেল রাজ্যের তিন শাড়ি

Handloom Sarees: এর আগেও বেশ কিছু জিনিসের উপর জিআই ট্যাগ পেয়েছে বাংলা। যেমন রসগোল্লা ও মিহিদানাকে অনেকদিন আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের স্বীকৃতি দেওয়া হয়েছে। জিআই ট্যাগ পেয়েছে পুরুলিয়ার ছৌ-নাচের মুখোশও। আর এবার সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের চাল-সহ বাংলার তিন শাড়ি পেল জিআই ট্য়াগের স্বীকৃতি।

GI Tag: নতুন বছরেই বড় প্রাপ্তি বাংলার, GI ট্যাগ পেল রাজ্যের তিন শাড়ি
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 04, 2024 | 6:34 PM
Share

কলকাতা: নতুন বছরের শুরুতেই আরও একগুচ্ছ প্রাপ্তি বাংলার। বাংলার শাড়ি এবার পেল জিআই ট্যাগ। নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদকে এবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এছাড়া তালিকায় রয়েছে সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের সুগন্ধি কালোনুনিয়া চালও। একসঙ্গে পাঁচ পাঁচটি জিআই ট্যাগের স্বীকৃতি পেল বাংলা। চার দিকে রাজনীতির কচকচানির মধ্যে নতুন বছরের শুরুতেই বাংলার জন্য এ এক বড় প্রাপ্তি। বাংলার নতুন পাঁচটি জিআই ট্যাগ প্রাপ্তি নিয়ে খুশিতে ডগমগ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও। তার মধ্যে সুন্দরবনের মধুর উপর যে ম্যানগ্রোভ অঞ্চলের প্রচুর মানুষের জীবন-জীবিকা নির্ভর করে, সেকথাও জানিয়েছেন মন্ত্রী।

বাংলার এই নতুন প্রাপ্তির খুশিতে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের তিন শাড়ি টাঙ্গাইল, গরদ ও কড়িয়ালের জিআই ট্যাগ প্রাপ্তির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বাংলার সব বস্ত্রশিল্পীকে অভিনন্দন জানিয়েছেন এই সাফল্যের জন্য। লিখেছেন, ‘তাঁদের সকলের জন্য গর্বিত।’

উল্লেখ্য, এর আগেও বেশ কিছু জিনিসের উপর জিআই ট্যাগ পেয়েছে বাংলা। যেমন রসগোল্লা ও মিহিদানাকে অনেকদিন আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের স্বীকৃতি দেওয়া হয়েছে। জিআই ট্যাগ পেয়েছে পুরুলিয়ার ছৌ-নাচের মুখোশও। আর এবার সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের চাল-সহ বাংলার তিন শাড়ি পেল জিআই ট্য়াগের স্বীকৃতি।