Covishield vaccine: স্বস্তির খবর, একদিনে রেকর্ড সংখ্যক কোভিশিল্ডের ডোজ় এসে পৌঁছল রাজ্যে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 28, 2021 | 7:04 PM

Covid Vaccine: ইতিমধ্যেই আমাদের দেশ ১০০ কোটি টিকাকরণের মাইলফলক পার করেছে। নিঃসন্দেহে যা গৌরবের।

Covishield vaccine: স্বস্তির খবর, একদিনে রেকর্ড সংখ্যক কোভিশিল্ডের ডোজ় এসে পৌঁছল রাজ্যে
অনুমোদন পেল না কোভিশিল্ডের তৃতীয় ডোজ়। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: একদিনে রেকর্ড সংখ্যক কোভিশিল্ড এসে পৌঁছল বাংলায়। বৃহস্পতিবার সন্ধ্যার বিমানে কোভিশিল্ড ভ্যাকসিনের ৩৪ লক্ষ ডোজ় এসে পৌঁছেছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এর আগে একদিনে এত সংখ্যক কোভিশিল্ডের ডোজ় এ রাজ্যে আসেনি। স্বভাবতই এই বিপুল সংখ্যক টিকার ডোজ় স্বস্তি বাড়াল রাজ্যবাসীর।

লক্ষ্মীবারের সন্ধ্যায় দমদম বিমান বন্দরে এসে পৌঁছয় ৩৪ লক্ষ কোভিশিল্ডের ডোজ়। একদিনে যা সর্বাধিক। কেন্দ্রের তরফে পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে এই বিপুল সংখ্যক ভ্যাকসিন পাঠানো হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে বাগবাজার সেন্ট্রাল সেন্টার স্টোরে এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয়।

শুধু কোভিশিল্ডই নয়, এদিনই রাতে এসে পৌঁছবে ৫ লক্ষ ৫০ হাজার কোভ্যাকসিনের ডোজ়ও। এদিন সব মিলিয়ে প্রায় ৩৯ লক্ষ ভ্যাকসিনের ডোজ় পাচ্ছে বাংলা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারের ভ্যাকসিনের ডোজ়ের পরিমাণ বাদ দিলে রাজ্যের কাছে ৪২ লক্ষ ডোজ় ছিল। এদিনের পর তা এক লাফে অনেকটাই বেড়ে গেল। ৮০ লক্ষ এবার রাজ্যের হাতে।

দুর্গাপুজো মিটটেই হু হু করে বাড়ছে এ রাজ্যে করোনার সংক্রমণ। বৃহস্পতিবারই ৯৯০ জন করোনা পজিটিভ হয়েছে বাংলায়। মৃত্যু হয়েছে ৯ জনের। নমুনা পরীক্ষা বাড়তেই সংক্রমণের গ্রাফ উপরের দিকে উঠছে। এখনও সতর্ক না হলে বিপদকে যে কোনও ভাবেই টলানো যাবে না, সে ইঙ্গিতও দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রেল প্রধান হাতিয়ারইন টিকা।

ইতিমধ্যেই আমাদের দেশ ১০০ কোটি টিকাকরণের মাইলফলক পার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মযজ্ঞ প্রসঙ্গে বলেছেন, “টিকাকরণের এই সাফল্যই ভারতের ক্ষমতাকে তুলে ধরে। একসঙ্গে কাজ করার যে মন্ত্র নিয়ে এ দেশ চলে, তার শক্তিকেই প্রতিফলিত করে। আমার দেশের নাগরিকদের ক্ষমতা নিয়ে আমি অবগত। আমি জানতাম যে দেশের স্বাস্থ্যকর্মীরা দেশবাসীদের টিকা দিতে যথাসম্ভব প্রচেষ্টা চালাবেন। দেশ ১০০ কোটি টিকাকরণের মাইলফলক পার করায়, নতুন শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। টিকাকরণের এই সাফল্যই বিশ্বের কাছে ভারতের ক্ষমতাকে তুলে ধরেছে।”

তবে একই সঙ্গে টিকার দ্বিতীয় ডোজ় পাননি এমন মানুষের সংখ্যাও যে কম নয়, সম্প্রতি এক পরিসংখ্যানে সে তথ্যও উঠে এসেছে। কেন্দ্রের পরিসংখ্যানই বলছে, প্রায় ১১ কোটি মানুষ রয়েছেন, যাঁরা এখনও পর্যন্ত নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও করোনা টিকার দ্বিতীয় ডোজ় পাননি।

এ নিয়ে বুধবারই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।  কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ়ের মধ্যে সময়ের ব্যবধান ১২ সপ্তাহ। আর কোভ্যাক্সিনের জন্য সেই ব্যবধান ৪ সপ্তাহ। এই সময়ের মধ্যেই যাতে সকলে দ্বিতীয় ডোজ় পেয়ে যান, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের জন্য রাজ্যগুলিকে জানিয়েছেন মনসুখ মাণ্ডব্য। এরই মধ্যে বৃহস্পতিবার শহরে ঢুকল বিপুল কোভিশিল্ডের ডোজ়।

আরও পড়ুন: একদিনে বাংলার সংক্রমণ হাজার ছুঁই ছুঁই, শীর্ষে কলকাতা

Next Article