AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dumdum: রাতের অন্ধকারে কলকাতা এয়ারপোর্টের একেবারে কাছ থেকে মিলল অস্ত্র-কার্তুজ, কোথায় নিয়ে যাচ্ছিল চারজন

Kolkata Airport: ধৃতরা হলেন লিংকন হোসেন, তিনি চিনার পার্কের বাসিন্দা। ধরা পড়েছেন বাকিবিল্লা গাজী, তিনি মাটিয়ার বাসিন্দা। আঠঘোরা এলাকার বাসিন্দা ফারুক সর্দারকে গ্রেফতার করা হয়েছে। মধ্যমগ্রামের বাসিন্দা রাজীব মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে।

Dumdum: রাতের অন্ধকারে কলকাতা এয়ারপোর্টের একেবারে কাছ থেকে মিলল অস্ত্র-কার্তুজ, কোথায় নিয়ে যাচ্ছিল চারজন
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 09, 2025 | 2:21 PM
Share

কলকাতা: রাতের অন্ধকারে শহরে চলল তল্লাশি। মিলল অস্ত্র। উদ্ধার হল প্রচুর কার্তুজ। বৃহস্পতিবার রাতে দমদমে আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছ থেকেই ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঠিক যে রাতে ভারতের সীমান্তে পরপর মিসাইল ছুড়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান, সেই সময়েই চলে এই তল্লাশি। গোপন খবর পেয়ে এই তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ।

এয়ারপোর্টের কাছে নারায়ণপুর থানার পূর্ব বেড়াবেরি এলাকায় গোপন খবরের ভিত্তিতে একটি এক্সইউভি গাড়িতে ওই তল্লাশি চালানো হয়। তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ১৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার চার দুষ্কৃতী। নারায়ণপুর থানায় মামলা রুজু করা হয়েছে অস্ত্র আইনে।

মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন লিংকন হোসেন, তিনি চিনার পার্কের বাসিন্দা। ধরা পড়েছেন বাকিবিল্লা গাজী, তিনি মাটিয়ার বাসিন্দা। আঠঘোরা এলাকার বাসিন্দা ফারুক সর্দারকে গ্রেফতার করা হয়েছে। মধ্যমগ্রামের বাসিন্দা রাজীব মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে ছিল একটি ৭ এমএম সেমি অটোমেটিক পিস্তল, দুটি ওয়ান শটার পাইপগান, ১২ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ, ২ রাউন্ড ৮ এমএম কার্তুজ। ধৃতরা কোথায়, কী উদ্দেশে ওই অস্ত্র নিয়ে যাচ্ছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান অশান্তির মাঝে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের  নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। যারা আগে ছুটিতে গিয়েছিলেন, তাদেরকেও কল ব্যাক করানো হয়েছে। অবিলম্বে ডিউটিতে যোগ দিতে বলা হয়েছে।