AC Local: যাত্রীদের জন্য সুখবর! এবারও ব্যান্ডেলেও চলবে এসি লোকাল, পাঁচটা নতুন ট্রেন কোন রুটে চলবে

Howrah Local Train: শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা আগেই জানিয়েছেন, এসি লোকালের যত যাত্রী হবে বলে রেল অনুমান করেছিল, তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে। বিশেষ করে শিয়ালদহ-কল্যাণী- রানাঘাট রুটে এসি লোকালের ১৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

AC Local: যাত্রীদের জন্য সুখবর! এবারও ব্যান্ডেলেও চলবে এসি লোকাল, পাঁচটা নতুন ট্রেন কোন রুটে চলবে
এসি লোকাল ট্রেনImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 05, 2025 | 2:15 PM

কলকাতা: শিয়ালদহ-রানাঘাট রুটে সাড়া ফেলে দিয়েছে লোকাল ট্রেন। এবার হাওড়া শাখার ব্যান্ডেল রুটেও চলবে এসি লোকাল! এমন সম্ভাবনার কথা জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। আরও পাঁচটি নতুন এসি ট্রেন আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শিয়ালদহ ডিভিশনের এসি লোকালের সাফল্য দেখে খুশি বোর্ড।

বর্তমানে শিয়ালদহ-কল্যাণী এবং শিয়ালদহ-কৃষ্ণনগর এই দুই রুটে এসি ট্রেন চলে। রেলের তথ্য বলছে, এই দুই রুটেই যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে সমীক্ষার কাজ চলছে। সবদিক খতিয়ে দেখেই ওই রুটে এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী রুটে এসি লোকাল যে উল্লেখযোগ্য ভাবে সাফল্য পেয়েছে, সে কথাই জানিয়েছে শিয়ালদহ ডিভিশন। যাত্রী উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়ায় নতুন এই পাঁচটি এসি লোকাল পূর্ব রেল হাতে পেতে চলেছে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার। সেই কারণে বৃহস্পতিবার থেকে শিয়ালদহ-কল্যাণী রুটে আরও নতুন একটি এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে।

এদিকে, রবিবারেও এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে রবিবারের এই ট্রেন।

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা আগেই জানিয়েছেন, এসি লোকালের যত যাত্রী হবে বলে রেল অনুমান করেছিল, তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে। বিশেষ করে শিয়ালদহ-কল্যাণী- রানাঘাট রুটে এসি লোকালের ১৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, কৃষ্ণনগর-শিয়ালদহ রুটের এসি লোকালে ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে টিকিট বিক্রি। সেই কারণেই রবিবার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।