74th Republic Day Kolkata Red Road: ৭৪ তম প্রজাতন্ত্র দিবস, পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর, রেড রোডে রাজ্যের ট্যাবলোয় থিম দুর্গাপুজো
74th Republic Day Kolkata Red Road: এবারে রাজ্য সরকারের ট্যাবলোয় দুর্গাপুজোর থিম, যুব কল্যাণ দফতর। রয়েছে রাজ্য পুলিশের ট্যাবলোও। রেড রোডে সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছেন আড়াই হাজার পুলিশ কর্মী।
কলকাতা: বাংলায় সাড়ম্বরে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র (India 74th Republic Day ) দিবস পালন। রেড রোডে (Red Road) পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবারে রাজ্য সরকারের ট্যাবলোয় দুর্গাপুজোর থিম, যুব কল্যাণ দফতর। রয়েছে রাজ্য পুলিশের ট্যাবলোও। রেড রোডে সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছেন আড়াই হাজার পুলিশ কর্মী।
Key Highlights
- রেড রোডে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
- প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো। রাজ্য সরকারের ট্য়াবলোর থিম দুর্গাপুজো।
- প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সমরাস্ত্র প্রদর্শন করছে সেনাবাহিনী।
- কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা। কেবল রেড রোডে মোতায়েন রয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী।
- প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রের ও বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশকর্মীকে সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে ১৪০ জন বীরত্বের জন্য পুলিশ পদক পাচ্ছেন ৷
- পুলিশ পদক পাচ্ছেন কড়েয়া থানার ওসি। কর্মজীবনে ভাল কাজের জন্য প্রতিবছরের মতো এবছরও পুলিশ কর্মীদের পদক দেবে সরকার। এজন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত বাহিনীর সেরা অফিসার, পুলিশ কর্মীদের নাম প্রকাশ করেছে।
- রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি(পিএমজি)পাচ্ছেন ১৪০ জন, প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)পাচ্ছেন ৯৩ জন। প্রথম তালিকায় এ রাজ্য থেকে একজনও না থাকলেও প্রেসিডেন্ট মেডেল পাচ্ছেন দু’জন। তাঁদের মধ্যে এডিজি জাভেদ শামিম (হেড কোয়ার্টার)এবং এএসআই শিবপ্রসাদ মুখোপাধ্যায় আছেন। এছাড়া পুলিশ মেডেল ফর মেরিটোরিয়ায় সার্ভিস (পিএম) ৬৬৮ জন পাচ্ছেন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নাম থাকছে মাত্র ২০ জনের।