Covid-19 Bulletin : দুই বছর পর বাংলায় ১০০-র নিচে দৈনিক করোনা সংক্রমণ, মৃতের সংখ্যা ১

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 28, 2022 | 9:31 PM

Coronavirus cases in West Bengal : রাজ্যে আবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে ১ জনের।

Covid-19 Bulletin : দুই বছর পর বাংলায় ১০০-র নিচে দৈনিক করোনা সংক্রমণ, মৃতের সংখ্যা ১
নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা : স্বস্তি দিচ্ছে বাংলার দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। এক ধাক্কায় ১০০-র নিচে করোনা সংক্রমণ। রাজ্যে গতকালের তুলনায় আবারও কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। যেখানে এর আগেরদিন রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৬৯৪ টি। রাজ্যে একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২০৪ জন।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার -০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: রবিবার -০, সোমবার – ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার -০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মালদহ–গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: রবিবার- ০, সোমবার-০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার -০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার -০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার -০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার -০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার -০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার -০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার -০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার -০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার -০।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার -০।

হুগলি– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার -০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার – ০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার -১।

কলকাতা– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার -০।

আরও পড়ুন : Mamata Banerjee: সকালে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার, বিকেলে জানালেন কেন তিনি মোদীর পাশে…

Next Article