
কলকাতা: যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই এবার শিয়ালদহ শাখায় বড় উদ্যোগ নিয়ে ফেলল রেল। ১১ টি MEMU ট্রেনকে রূপান্তর করা হচ্ছে EMU ট্রেনে। ৪ জুন থেকেই এই MEMU ট্রেনগুলি EMU ট্রেন হিসাবে চলাচল শুরু করবে বলে রেলের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, এর ফলে এই ট্রেনগুলি আর গ্যালোপিং ট্রেন হিসাবে চলবে না। দাঁড়াবে সব স্টেশনে। ফলে আরও বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারবে। একইসঙ্গে বাড়বে গতি। পাশাপাশি যে দীর্ঘ সময় ট্রেনের জন্য অপেক্ষা করতে হত তাও খানিক কমবে বলে মনে করা হচ্ছে। একটি ট্রেনের থেকে অন্য ট্রেনের সময়ের অন্তরও বেশ খানিকটা কমে যাবে।
একইসঙ্গে শিয়ালদহ/কলকাতা-লালগোলা-শিয়ালদহ/কলকাতা রুটের ৯ পরিষেবাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। রেল বলছে যাত্রীদের আরও উন্নত সুবিধা দিতেই, আরও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দিতেই তাঁরা এই উদ্যোগ নিচ্ছেন। গোটা কার্যক্রমের দেখভাল করছেন সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার শ্রী পঙ্কজ যাদব। সঙ্গে রয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা।
রেল ঠিক করেছে পর্যায়ক্রমে কিছু ট্রেন শিয়ালদ থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাবে। আবার কিছু ট্রেন কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত যাবে। সব ট্রেনই চলবে EMU হিসাবে। রেলের এই উদ্যোগ নিয়েই এখন চর্চা যাত্রীদের মধ্যে।