Building Collapse Video: ভিডিয়ো: ধুলোয় ঢেকে গেল হেদুয়ার রাস্তা
Building Collapse: রাস্তার ধারে ফুটপাথ দিয়ে হামেশাই লোকজনের যাতায়াত লেগে থাকে। ঘটনার সময়েও বাড়ির নীচে ফুটপাথের কাছে কয়েকজন পথচারী ছিলেন। যদিও এই অঘটনে কারও কোনও চোট লাগেনি বলেই জানা যাচ্ছে।
কলকাতা: বৃহস্পতিবার সকালে কর্মব্যস্ত শহর কলকাতা। ঘড়ির কাটায় তখন প্রায় ৭ টা ৪০ মিনিট। আর তারই মধ্যে হেদুয়া মোড়ে এক অঘটন। একটি তিনতলা বাড়ির একাংশ হঠাৎ ভেঙে পড়ল। কলকাতা পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের ১৮৯/১ বিধান সরণিতে এই বাড়ি। বাড়ির এক কোন থেকে চাঙড় ভেঙে পড়ল রাস্তায়। রাস্তার ধারে ফুটপাথ দিয়ে হামেশাই লোকজনের যাতায়াত লেগে থাকে। ঘটনার সময়েও বাড়ির নীচে ফুটপাথের কাছে কয়েকজন পথচারী ছিলেন। যদিও এই অঘটনে কারও কোনও চোট লাগেনি বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে ঘটনার সময় কয়েকজন পথচলতি মানুষ দ্রুত বাড়ির নীচ থেকে সরে যান।
বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা ও শহরতলির বেশ কিছু এলাকায় মুশলধারে বৃষ্টি হয়েছে। আর হেদুয়া মোড়ে যে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে, সেটিও দীর্ঘদিনের পুরনো। কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বাড়িটি। সংস্কার ও রক্ষণাবেক্ষণও বহু বছর ধরে হয়নি। নাগাড়ে বৃষ্টির মধ্যে আজ সকালেই হঠাৎ করে ভেঙে পড়ল তিনতলা ওই বাড়ির একাংশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই বাড়িটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবের মূল কারণ হল শরিকি বিবাদ। বাড়ির শরিকি বিবাদের কারণে কোনও পক্ষই সেভাবে আগ্রহ দেখায়নি বাড়ির সংস্কারের জন্য।
কলকাতা পুরনিগমের তরফে অনেকদিন আগেই ওই বাড়িতে বিপজ্জনক নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার সময় ওই বিপজ্জনক বাড়ির ভিতরে কেউ ছিলেন না। বাড়ি ছেড়ে সবাই আগেই বেরিয়ে গিয়েছিল। সকালে বাড়ির একাংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে পথচলতি সাধারণ মানুষজনের মনে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গিয়েছেন কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের কর্মীরা। হেদুয়া মোড়ের ওই তিনতলা বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু করে দিয়েছেন পুরকর্মীরা।