Local Train: হাওড়া থেকে তারকেশ্বর-আরামবাগ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দেখে নিন পুরো লিস্ট

Local Train Cancelled: সবথেকে বেশি প্রভাব পড়বে হাওড়ার মেন লাইনে। শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মাঝে সেতু মেরামতির কাজ চলবে। সে কারণেই বেশ কিছু লোকাল বাতিল যেমন থাকছে তেমনই বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষেপিত করা হচ্ছে।

Local Train: হাওড়া থেকে তারকেশ্বর-আরামবাগ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দেখে নিন পুরো লিস্ট
বিবৃতি দিল রেল Image Credit source: Rupak De Chowdhuri/NurPhoto via Getty Images

| Edited By: জয়দীপ দাস

Dec 11, 2025 | 11:27 PM

কলকাতা: ট্রেন বাতিল লেগেই আছে হাওড়া ডিভিশনে। বিগত কয়েক সপ্তাহে একাধিক সপ্তাহান্তে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ডিভিশনের একাধিক শাখায়। এবার আরও ১৩ ও ১৪ ডিসেম্বর একাধিক লোকাল বাতিল থাকছে। শনিবার ও রবিবার ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কথা ইতিমধ্যেই বিবৃতি জারি করে জানিয়েছে পূর্ব রেল। সবথেকে বেশি প্রভাব পড়বে হাওড়ার মেন লাইনে। শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মাঝে সেতু মেরামতির কাজ চলবে। সে কারণেই বেশ কিছু লোকাল বাতিল যেমন থাকছে তেমনই বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষেপিত করা হচ্ছে। পুরো তালিকায় বিবৃতি সহ দিয়ে দিয়েছে রেল। 

১৩ ডিসেম্বর শনিবার বাতিল খাতায় থাকছে যে সমস্ত লোকাল ট্রেন 

তারকেশ্বর–হাওড়া: ৩৭৩৫২, ৩৭৩৫৪

হাওড়া–তারকেশ্বর: ৩৭৩৪৯, ৩৭৩৫১

১৪ ডিসেম্বর রবিবার বাতিল খাতায় থাকছে যে সমস্ত লোকাল ট্রেন 

তারকেশ্বর–হাওড়া: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩৫৬, ৩৭৩৫৮

তারকেশ্বর–শেওড়াফুলি: ৩৭৪১২, ৩৭৪১৬

গোঘাট–হাওড়া: ৩৭৩৭২

আরামবাগ–হাওড়া থেকে: ৩৭৩৬০

হরিপাল–হাওড়া থেকে: ৩৭৩০৮

হাওড়া–গোগহাট থেকে: ৩৭৩৭১

হাওড়া–তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩৫৩, ৩৭৩৫৫

হাওড়া–আরামবাগ: ৩৭৩৫৯

শেওড়াফুলি–তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫

হাওড়া–হরিপাল: ৩৭৩০৭

এছাড়া ৩৭৩৭৩ লোকাল হাওড়া–তারকেশ্বরের মাঝে আংশিকভাবে বাতিল থাকবে বলে জানা যাচ্ছে। ১৪ ডিসেম্বর ট্রেনটি হাওড়া থেকে না গিয়ে তারকেশ্বর থেকে সকাল ৯:১০-এ ছাড়বে। যাবে পর্যন্ত। পাশাপাশি ৩৭৩২৪ ট্রেনটি ওই দিন সকাল ৯:৩২-এর পরিবর্তে ৯:৪২-এ ছাড়বে। ফলে এই দু’দিন অবশ্যই বাতিলের লিস্ট চেক করেই বের হতে হবে ঘর থেকে, অগত্যা ভোগান্তি।