TMC in Kolkata: কলকাতা পুরনিগমে আরও কমল বিরোধী কণ্ঠ, ‘উন্নয়নে’ সামিল হতে হাত ছাড়লেন কাউন্সিলর
KMC: ওয়াসিম আনসারি আজ তৃণমূলে যোগ দেওয়ার পর কলকাতা পুরনিগমে আরও দুর্বল হল কংগ্রেস। পুরনিগমে কংগ্রেসের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি বলতে ছিলেন মাত্র দু'জন। ওয়াসিম আনসারি ও সন্তোষ পাঠক। ওয়াসিম কংগ্রেসের সঙ্গ ছাড়ার পর কলকাতা পুরনিগমে কংগ্রেসের বাতি টিমটিম করে জ্বলে থাকল শুধুমাত্র সন্তোষ পাঠকের হাত ধরে।

কলকাতা: কলকাতা পুরনিগমের ১৩৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারি যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার তৃণমূলের পতাকা হাতে তুলে নেন মেটিয়াবুরুজ এলাকার কাউন্সিলর। ওয়াসিম আনসারির বক্তব্য, তৃণমূলই এলাকায় উন্নয়ন করছে। তাই উন্নয়নের জোয়ারে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। বললেন, “এখানে কংগ্রেসের সংগঠন বলতে কিছুই নেই। আমি নিজের ব্যক্তিগত ক্যারিশ্মায় জিতেছি। তৃণমূল এলাকায় উন্নয়নের কাজ করছে। তাই তৃণমূলে থেকেই উন্নয়ন করতে হবে। কংগ্রেসে থেকে সেই কাজ করা সম্ভব নয়।” মেটিয়াবুরুজে বিধায়ক আব্দুল খালেক মোল্লার কার্যালয়ে গিয়ে এদিন তৃণমূলে যোগদান করেন তিনি।
উল্লেখ্য, ওয়াসিম আনসারি আজ তৃণমূলে যোগ দেওয়ার পর কলকাতা পুরনিগমে আরও দুর্বল হল কংগ্রেস। পুরনিগমে কংগ্রেসের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি বলতে ছিলেন মাত্র দু’জন। ওয়াসিম আনসারি ও সন্তোষ পাঠক। ওয়াসিম কংগ্রেসের সঙ্গ ছাড়ার পর কলকাতা পুরনিগমে কংগ্রেসের বাতি টিমটিম করে জ্বলে থাকল শুধুমাত্র সন্তোষ পাঠকের হাত ধরে। বৃহস্পতিবারের এই দলবদলের পর কলকাতায় আরও কমল কংগ্রেসের শক্তি।
কলকাতা পুরনিগমে মোট বিরোধী কাউন্সিলরের সংখ্যা এতদিন ছিল সাত জন। আজ ওয়াসিমের দলবদলের পর তা কমে দাঁড়াল ছয়ে। বিজেপি তিন জন কাউন্সিলর, বামেদের দু’জন এবং কংগ্রেসে মাত্র একজন কাউন্সিলর। উল্লেখ্য, কলকাতা পুরনিগমে মোট কাউন্সিলর সংখ্যা ১৪৪। পুরনিগমে তৃণমূল এমনিতেই এককভাবে সংখ্যাগরিষ্ঠ। সেখানে বিরোধী দলের কাউন্সিলরও এবার তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের শক্তি আরও অনেকটা বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও এদিনের দলবদলের পর কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। জাতীয় রাজনীতিতে যখন কংগ্রেস ও তৃণমূল আরও কাছাকাছি আসছে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে নীলনকশা তৈরি করছে, তখন কলকাতার এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
