AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah-Suvendu Adhikari: দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক, ৪৫ মিনিটের বৈঠকে উঠে এল জেসিবি থেকে আড়িয়াদহ

Amit Shah-Suvendu Adhikari: সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। শাহের নয়াদিল্লির বাসভবনে কথা হয় তাঁদের। সেই বৈঠকে বাংলাজুড়ে চলা সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে আলোচনা হয় বলে খবর। জেসিবি, জয়ন্ত সিংহের কথাও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বিরোধী দলনেতা। এমনকী চোপড়ার ঘটনার ফুটেজ জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Amit Shah-Suvendu Adhikari: দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক, ৪৫ মিনিটের বৈঠকে উঠে এল জেসিবি থেকে আড়িয়াদহ
অমিত শাহের সাক্ষাতে শুভেন্দু অধিকারী।
| Edited By: | Updated on: Jul 11, 2024 | 4:53 PM
Share

কলকাতা: দিল্লিতে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে আড়িয়াদহের জয়ন্ত সিং থেকে চোপড়ার জেসিবি, সমস্ত প্রসঙ্গই উঠে এসেছে। উঠে এসেছে ভোট পরবর্তী অশান্তির প্রসঙ্গও। আক্রান্তদের পাশে রয়েছেন অমিত শাহ, দাবি শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর, রাজ্যজুড়ে ওঠা নানা অভিযোগ মন দিয়ে শুনেছেন অমিত শাহ।

সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। শাহের নয়াদিল্লির বাসভবনে কথা হয় তাঁদের। সেই বৈঠকে বাংলাজুড়ে চলা সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে আলোচনা হয় বলে খবর। জেসিবি, জয়ন্ত সিংহের কথাও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বিরোধী দলনেতা। এমনকী চোপড়ার ঘটনার ফুটেজ জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

কোচবিহারের ঘটনার ফুটেজও শাহকে দিয়েছেন শুভেন্দু অধিকারী বলেই খবর। সেই সঙ্গে আড়িয়াদহের ঘটনার ফুটেজও জমা দিয়েছেন শুভেন্দু। তৃণমূলের গোষ্ঠী লড়াইয়ে কথাও বলেছেন তিনি। সঙ্গে প্রমাণস্বরূপ ফুটেজও জমা দিয়েছেন বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তের পাশে রয়েছেন অমিত শাহ।

এ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবারই সরব হয়েছে বিজেপি। বিজেপির দিল্লির নেতারাও সোশাল মিডিয়ায় এ নিয়ে মুখ খুলেছেন বিভিন্ন সময়ে। চোপড়া কিংবা আড়িয়াদহর মতো ঘটনাও সামনে এনেছে বিজেপির সোশাল মিডিয়ার পোস্ট। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী