Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Subway: আর ঝুঁকি নিয়ে করতে হবে না যাতায়াত, বিরাট বদল আসছে শিয়ালদহ স্টেশনে

Sealdah Subway: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ সাবওয়ে চালু হলে যাত্রীদের আর শিয়ালদহের ব্যস্ত কনকোর্স এলাকা অতিক্রম করতে হবে না। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে। নতুন এই সাবওয়ে দিয়ে রেলযাত্রীরা কম সময়ে ও কম চাপ নিয়ে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম এবং মেট্রো রেলওয়ে পর্যন্ত পৌঁছতে পারবেন।

Sealdah Subway: আর ঝুঁকি নিয়ে করতে হবে না যাতায়াত, বিরাট বদল আসছে শিয়ালদহ স্টেশনে
এই সাবওয়ে চালু হলে যাত্রীদের যাতায়াতে সুবিধা হবেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2025 | 10:11 PM

কলকাতা: প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। অনেকে ব্যস্ত এই স্টেশনে নেমে মেট্রো ধরতেও দৌড়ান। তাই যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ স্টেশনে আরও একটি সাবওয়ে চালু করতে প্রস্তুত পূর্ব রেল। নতুন এই সাবওয়ে শিয়ালদহ স্টেশনকে শিয়ালদহ কোর্ট, বি.আর.সিং হাসপাতাল চত্বর এবং মেট্রো রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে। ভূগর্ভস্থ এই পথ যাত্রীদের যাতায়াতকে আরও নিরাপদ করে তুলবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ সাবওয়ে চালু হলে যাত্রীদের আর শিয়ালদহের ব্যস্ত কনকোর্স এলাকা অতিক্রম করতে হবে না। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে। নতুন এই সাবওয়ে দিয়ে রেলযাত্রীরা কম সময়ে ও কম চাপ নিয়ে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম এবং মেট্রো রেলওয়ে পর্যন্ত পৌঁছতে পারবেন।

এই আধুনিক সাবওয়েতে বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যেমন, প্রবেশ ও প্রস্থানের জন্য র‌্যাম্প, যা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যাতায়াত সহজ করবে। এছাড়াও, সাবওয়েটি উন্নত বায়ু চলাচল ব্যবস্থার মাধ্যমে বাতাসের গুণমান বৃদ্ধি করবে এবং দূষণের প্রভাব কমাবে। যাত্রীদের সুবিধার্থে এতে পথনির্দেশক ব্যবস্থাও থাকবে।

এই খবরটিও পড়ুন

সম্প্রতি, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর সাবওয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং দ্রুত বাকি কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই নবনির্মিত সাবওয়ে চালু হলে শিয়ালদহ থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইন করিডর, যা হাওড়া ও শিয়ালদহকে সংযুক্ত করে, সেখানে যাতায়াত আরও সহজ হবে। তিনি শিয়ালদহ স্টেশন ও সংলগ্ন এলাকার পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কেও সন্তোষ প্রকাশ করেছেন।