BJP: সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের
BJP: সন্দেশখালির সরবেড়িয়ায় ইডির উপর হামলার পর পর ১০টা দিন কেটে গেলেও এখনও খোঁজ নেই শেখ শাহজাহানের। প্রায় তিন হাজার লোকের জমায়েত হামলা চালালেও এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র ২। জিজ্ঞাসাবাদ চলছে।
কলকাতা: এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান (Seikh Shahjahan)। প্রশাসনিক মহলে চলছে চাপানউতোর। এরইমধ্যে ন্যাজাট থানায় আন্দোলনের জেরে বিজেপি (BJP) নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ১৪৪ ধারা ভেঙে আন্দোলনের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নেত্রী অর্চনা মজুমদার-সহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে ধারাগুলি দেওয়া হয়েছে সেগুলি সবই জামিন অযোগ্য ধারা। খবর বিজেপি সূত্রে। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনীতির আঙিনায়।
এদিকে সন্দেশখালির সরবেড়িয়ায় ইডির উপর হামলার পর পর ১০টা দিন কেটে গেলেও এখনও খোঁজ নেই শেখ শাহজাহানের। প্রায় তিন হাজার লোকের জমায়েত হামলা চালালেও এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র ২। জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে সিসিটিভি ফুটেছে আরও একাধিক শাহজাহান ঘনিষ্ঠদের দেখা গেলেও তাঁদের কেন ধরা হয়নি সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। কেন বা খোঁজ মিলছে না শাহজাহানের, কী করছে পুলিশ প্রশাসন? সেই প্রশ্নও লাগাতার উঠতে শুরু করেছে।
এদিকে কয়েকদিন আগেই ন্যাজাট থানা অভিযানের ডাক দিয়েছিল পদ্ম শিবির। বিজেপির কর্মসূচির খবরের মধ্যেই থানা থেকে প্রায় ১ কিলোমিটার আগে থেকেই ১৪৪ ধারা জারি ছিল বলে খবর। দেওয়া ছিল গার্ডরেল। আনা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু, সে সবের তোয়াক্কা না করে সেদিন বিজেপি কর্মীদের কার্যত রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল। পুলিশের গার্ডরেল কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কার্যত ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ন্যাজাট থানার সামনে।