AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah: পরনে সাদামাটা পোশাক, কে বুঝবে পকেটে লুকিয়ে অত্যাধুনিক অস্ত্র! শিয়ালদহে গ্রেফতার ৫

Sealdah: ধৃতদের নাম শিবশঙ্কর যাদব, রমেশ যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্ত ও রুকেশ সাহানি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই এই পাঁচ জনের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।

Sealdah: পরনে সাদামাটা পোশাক, কে বুঝবে পকেটে লুকিয়ে অত্যাধুনিক অস্ত্র! শিয়ালদহে গ্রেফতার ৫
ধৃত পাঁচ দুষ্কৃতী
| Edited By: | Updated on: Jan 27, 2025 | 11:15 PM
Share

কলকাতা: শিয়ালদহে অস্ত্র উদ্ধার। এদিন রাত গড়াতেই শিয়ালদহ সুরেন্দ্র নাথ কলেজের কাছে অস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। কলেজের আশেপাশে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তারা। গোপন সূত্র মারফত খোঁজ পেয়েই তল্লাশি অভিযানে নেমে পড়ে গোয়েন্দারা। এরপর এমজি রোডের অটো স্ট্যান্ডের কাছ থেকে গ্রেফতার করা হয় সেই দুষ্কৃতীদের।

ধৃতদের নাম শিবশঙ্কর যাদব, রমেশ যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্ত ও রুকেশ সাহানি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই এই পাঁচ জনের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। কী কী পাওয়া গিয়েছে ধৃতদের কাছ থেকে? জানা যায়, ২টি ৯এমএম পিস্তল-সহ ১৫টি গুলি দুষ্কৃতীদের থেকে উদ্ধার করেছেন গোয়েন্দারা।

কিন্তু কোন উদ্দেশ্যেই বা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা? আর সুদূর উত্তরপ্রদেশ থেকে কোন কার্যসিদ্ধিতে বাংলায় এসেছিল এই দুষ্কৃতী দল? প্রশ্ন একাধিক কিন্তু উত্তর আপাতত অধরা। ইতিমধ্য়েই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, দায়ের হয়েছে অভিযোগ। আগামীকাল সেই ভিত্তিতেই এই পাঁচ দুষ্কৃতীকে আদালতে পেশ করা হবে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একেবারে সাদামাটা জামা কাপড় পরে এমজি রোডের ওই অটো স্ট্য়ান্ডের পাশে দাঁড়িয়ে ছিলেন এই পাঁচ জন। দেখে নাকি বোঝাই সম্ভব নয়, তাদের ব্যাগের মধ্যে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে। তাদের আরও দাবি, অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সেই দুষ্কৃতীদের হঠাৎ করে ঘিরে ফেলে পুলিশ। তাদের ব্যাগ বাজেয়াপ্ত করে বন্দুক উদ্ধার করে তারা।