Kolkata Metro: মেট্রো ঢোকার মুখেই লাইনে ঝাঁপ মহিলার, অবসাদে আত্মঘাতী?
Kolkata Metro: ঘটনার জেরে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত আপ লাইনে মেট্রো পরিষেবা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। সমস্যায় পড়েন যাত্রীরা। আধ ঘণ্টা পর পরিষেবা চালু হয়।

কলকাতা: সাতসকালে মেট্রোর সামনে ঝাঁপ এক মহিলার। মাস্টারদা সূর্য সেন স্টেশনে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সকাল ৮টা ২০ মিনিটে আপ মেট্রো ঢোকার মুহূর্তে লাইনে পড়ে যান ওই মহিলা। তাঁকে উদ্ধার করে আরপিএফ। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মন্দিরা দাস(৫২)। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
অফিস টাইমে মেট্রো স্টেশনে ভিড় ছিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন ওই মহিলাও। ৮টা ২০ মিনিটে আপ লাইনে মেট্রো ঢোকার মুখেই লাইনে ঝাঁপ দেন তিনি। স্টেশনে হইচই পড়ে যায়। আরপিএফ এসে মহিলাকে উদ্ধার করে। আপ লাইনে মেট্রো পরিষেবা থমকে যায়। বাধ্য হয়ে অনেকে গন্তব্যে পৌঁছতে বাস ধরার জন্য মেট্রো স্টেশনের বাইরে আসেন। আধ ঘণ্টার মতো মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত আপ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। তারপর আপ লাইনে মেট্রো পরিষেবা ফের শুরু হয়।
মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা গত কয়েকমাসে বেশ কয়েকবার ঘটেছে। গত ২৯ মে রবীন্দ্র সদন স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। তার আগে গত ২৫ এপ্রিল এমজি রোড মেট্রো স্টেশনে কবি সুভাষমুখী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। আবার গত ২৩ জানুয়ারি কবি নজরুল স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক মহিলা।

