Abhijit Gangopadhyay: ‘…ওঁরা আমার পূর্ব-পরিচিত,ভাল মানুষ, বলেছি কী কী বলতে হবে’, বুধবার ফের চাকরিহারাদের নিয়ে SSC ভবন যাবেন অভিজিৎ
SSC Bhawan Abhijan: আজ কৌস্তভ বাগচী বলেন, "আশ্চর্য ব্যাপার আমাদের সঙ্গে কথা বলছেন স্থানীয় থানার অফিসার। এখানেও পুলিশতন্ত্র চলছে। আমরা বারবার বলছিলাম যে অভিজিৎবাবু বাকি কথাগুলো বলবে। কিন্তু আমার আবার আসব।"

কলকাতা: সেন্ট্রাল অ্যাভিনিউতে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। শিক্ষা দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। সেন্ট্রাল অ্যাভিনিউতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এ দিকে, বিজেপির প্রতিবাদ ছাড়াও মঙ্গলবার চাকরিহারাদের সঙ্গে নিয়ে এসএসসি ভবন অভিযানে যান বিজেপি নেতা কৌস্তভ বাগচী ও তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দু’জনই বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে।
আজ কৌস্তভ বাগচী বলেন, “আশ্চর্য ব্যাপার আমাদের সঙ্গে কথা বলছেন স্থানীয় থানার অফিসার। এখানেও পুলিশতন্ত্র চলছে। আমরা বারবার বলছিলাম যে অভিজিৎবাবু বাকি কথাগুলো বলবে। কিন্তু আমার আবার আসব। আমাদের এখানে সংঘাত করা উদ্দেশ্য নয়। তাই যখন সংঘাত করতে নামব তখন এত উত্তর কাউকে দেব না। তখন শুধু সংঘাতই করব। মমতা বন্দ্যোপাধ্যায় দম্ভ ছাড়ুন, রাজনীতির উর্ধেব উঠুন।”
অপরদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “চেয়ারম্যান নেই। সেক্রেটারিও দেখা করত উৎসাহী হননি। যাদের সঙ্গে কথা বললাম তাঁরা সকলেই আমার পূর্ব পরিচিত। এদের সকলকেই জানিয়ে গিয়েছি কী কী কমিউনিকেট করতে হবে। যে পুলিশ অফিসার ছিলেন তাঁকে বলেছি যে চেয়ারম্যানকে খবর দিন আমরা আবার কালকে আসব। আমরা কালকে পাঁচ-ছ’জন গিয়ে কালকে এসে বলব যাতে পাবলিশ করা হয়। আর যারা করতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে গিয়ে স্বশাসিত সংস্থাকে কাজ করতে হবে।
অভিজিৎ গন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরেই বলে চলেছেন যোগ্য-অযোগ্য় আলাদা করা সম্ভব। এমনকী, তিনি সন্দেহ প্রকাশ করেছেন ওএমআর-এর হার্ড কপি পুড়িয়ে ফেলা হয়েছে কি না। এরপর আজ চাকরিহারাদের একাংশ দেখা করতে আসেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির কাছে। তাঁদের সঙ্গে দেখা করেন তিনি। তারপর এসএসসি ভবনে পৌঁছন।

