Abhijit Mondal: আদালত থেকে বেরোতেই হাত চেপে ধরেছিলেন এক পুলিশ কর্মী, আবার কেন হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল?

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 26, 2024 | 1:14 PM

Abhijit Mondal: বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল অভিজিৎ মণ্ডলকে। জানা যাচ্ছে, আদালত থেকে বেরনোর পর প্রিজন ভ্যানে ওঠার সময়ে আচমকাই হোঁচট খান অভিজিৎ। এক পুলিশ কর্মীকে তাঁকে পড়ে যাওয়া থেকে আটকান। এরপরই অসুস্থতা বোধ করতে থাকেন অভিজিৎ।

Abhijit Mondal: আদালত থেকে বেরোতেই হাত চেপে ধরেছিলেন এক পুলিশ কর্মী, আবার কেন হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল?
অসুস্থ অভিজিৎ মণ্ডল
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আবারও অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জেল সূত্রে খবর। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে। সেই কারণেই চিকিৎসাধীন প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি আর জি কর কাণ্ডে গ্রেফতার হওয়া টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ।

গতকালেই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় অভিজিৎকে। জেলে গিয়ে অসুস্থতা বোধ করেন অভিজিৎ। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালে ভর্তি করানোর।

বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল অভিজিৎ মণ্ডলকে। জানা যাচ্ছে, আদালত থেকে বেরনোর পর প্রিজন ভ্যানে ওঠার সময়ে আচমকাই হোঁচট খান অভিজিৎ। এক পুলিশ কর্মীকে তাঁকে পড়ে যাওয়া থেকে আটকান। এরপরই অসুস্থতা বোধ করতে থাকেন অভিজিৎ।

এই খবরটিও পড়ুন

আরজি করে তিলোত্তমা ধর্ষণ ও খুন মামলায় গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি-কে। সিবিআই তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। অভিজিতের সঙ্গেই সিবিআই মূল মামলায় গ্রেফতার করে সন্দীপ ঘোষকেও। অভিজিতের বিরুদ্ধে মূলত কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে একাধিক। অভিযোগ পাওয়ার পরও দেরিতে পৌঁছানো, ক্রাইম সিন ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করা-সহ একাধিক অভিযোগ রয়েছে। বুধবার শিয়ালদহ আদালতে সন্দীপ ঘোষের সঙ্গেই পেশ করা হয় অভিজিৎ মণ্ডলকে। আদালত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুজনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

 

Next Article