Abhishek Banerjee Mamata Banerjee: নজর বিরোধী দল বৈঠক, মমতার সঙ্গে পাটনায় যাচ্ছেন অভিষেকও
Abhishek Banerjee Mamata Banerjee: বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের একমাত্র লক্ষ্য, আগামী চব্বিশের নির্বাচনে বিজেপির বিরোধী একটি শক্তিশালী জোট গড়ে তোলা।

কলকাতা: বিরোধী বৈঠকে যোগ দিতে পাটনায় যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাটনায় যাচ্ছেন তিনিও। বৃহস্পতিবারই পাটনায় পৌঁছে যাচ্ছেন তিনি। আগামী শুক্রবার বৈঠক। এই বৈঠকের দিন ঘোষণা নিয়ে প্রথম থেকেই জলঘোলা তৈরি হয়েছিল। কথা ছিল ১২ জুন, কিন্তু তা পিছিয়ে গিয়েছিল। অবশেষে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকের দিন ধার্য হয়েছে ২১ জুন। প্রথমে এই বৈঠকের দিন ধার্য হয়েছিল ১২ জুন। কিন্তু সে সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী থাকতে পারবেন না বলে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। শেষ অবধি বিরোধী দলগুলির সম্মতিতেই ১২ জুনের বদলে ২৩ জুন বৈঠকের দিন স্থির করা হয়।
বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের একমাত্র লক্ষ্য, আগামী চব্বিশের নির্বাচনে বিজেপির বিরোধী একটি শক্তিশালী জোট গড়ে তোলা। এখন থেকেই সলতে পাকাতে শুরু করেছেন বিরোধীরা। মে মাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বৈঠকের পরই বৈঠকের দিন স্থির হয়।
মে মাসেই দিকেই আবার কলকাতায় আসেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠকের পর নবান্নে আবার নীতীশ ও তেজস্বীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকও করেন মমতা। পদ্ম শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অ-বিজেপি শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হওয়ায় ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে পাটনার এই বৈঠক অ-বিজেপি শক্তিগুলির লড়াইয়ের রূপরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
