Meeting on Corona: গঙ্গাসাগর মেলা নিয়ে উদ্বেগ! সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রিভিউ বৈঠকে অভিষেক

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 08, 2022 | 1:08 PM

Abhishek Banerjee: অন্যান্য জেলার মতো দক্ষিণ ২৪ পরগনাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে শুরু হয়েছে গঙ্গা সাগর মেলার প্রস্তুতি।

Meeting on Corona: গঙ্গাসাগর মেলা নিয়ে উদ্বেগ! সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রিভিউ বৈঠকে অভিষেক
গোয়া সফরে অভিষেক, ফাইল ছবি

Follow Us

কলকাতা : করোনায় মৃতের সংখ্যা না বাড়লেও আক্রান্তের সংখ্যাই যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। কলকাতা সংলগ্ন জেলা হওয়ায় দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের পরিসংখ্যান উদ্বেগজনক। এরই মধ্যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়েছে। তাই এই জেলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই জরুরি বৈঠকে বসলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ভবনে বসেছে সেই বৈঠক। বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত রয়েছেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাত বিধায়ক। জেলার পরিস্থিতি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করবেন অভিষেক। বৈঠকে অংশ নিয়েছেন, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এ ছাড়াও ডায়মন্ড হারবারের জেলাশাসক সহ একাধিক আধিকারিক  রয়েছেন বৈঠকে। অনেকেই এ দিন ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নিয়েছেন।

সামনেই  গঙ্গাসাগর মেলা

গঙ্গাসাগর দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত। কোভিড বিধি মেনে সেই মেলা করা বর্তমানে সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আদালতে রাজ্য জানিয়েছে ৫ লক্ষ পূণ্যার্থীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই করোনা বিধির মধ্যে কী ভাবে এত মানুষের পূণ্যস্নানের ব্যবস্থা করা হবে, তা ঠিক হবে এই রিভিউ বৈঠকে।

আর শুধু সাগরেই নয়, যেহেতু বহু মানুষ এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে যাবেন, তাই পুরো জেলাতেই তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তাই সম্ভবত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সেরে রাখছেন সাংসদ।

ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আক্রান্ত বহু

গত কয়েকদিনে শতাধিক চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। যার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। প্রত্যেক দিন ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহাকুমা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা পাঠানো হয় হাসপাতালে আরটিপিসিআর ল্যাবে।

মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল উৎপল দাঁ ও ভাইস প্রিন্সিপাল কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হন। মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে কার্যত চিন্তিত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আরটিপিসিআর ল্যাবে একসঙ্গে ১৪ জন কর্মী আক্রান্ত হয়ে যাওয়ায় কিছুটা হলেও থমকে গিয়েছে করোনা পরীক্ষার কাজ।

এ ছাড়াও মেডিকেল কলেজ থেকে গঙ্গাসাগর মেলার জন্য ২৫ জন চিকিৎসককে পাঠানোর কথা ছিল। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে এতগুলো চিকিৎসক গঙ্গাসাগর মেলাতে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল।

এ দিনের বৈঠকে এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : Sealdah COVID Camp: মূল লক্ষ্য গঙ্গাসাগরের পুণ্যার্থীরা, শিয়ালদহে স্টেশনে চালু কোভিড ক্যাম্প!

Next Article