Abhishek Banerjee: তৃণমূল একাই লড়ল! কংগ্রেসের প্রতি কি খেদ শোনা গেল অভিষেকের গলায়?
Abhishek Banerjee: হিসেবটা এক কোটির ধারে-কাছে যাবে না বলেই মনে করছে শাসক দল তৃণমূল। আর এর পুরো কৃতিত্বটাই তৃণমূলের, বিশেষ করে নীচুস্তরের কর্মীদের দিলেন অভিষেক। কিন্তু, কিছুটা খেদের সুরেই অভিষেক দাবি করেন, অন্যান্য বিজেপি-বিরোধী দলগুলি এই ইস্যুতে সেভাবে ময়দানে নেমে লড়াই করছে না।

নয়া দিল্লি: এসআইআর নিয়ে সংঘাত ছিল শুরু থেকেই। বৈধ ভোটার যেন বাদ না যায়, সেই বিষয়ে জোর সওয়াল করেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম ধাপ শেষে যখন শুনানির কাজ চলছে, তখন সটান দিল্লির নির্বাচন সদনে হাজির হলেন অভিষেক। পৌনে তিন ঘণ্টার বৈঠক শেষে সদনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিলেন তিনি। তবে শুধুই কমিশন আর কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলা নয়, অভিষেকের গলায় কি শোনা গেল অন্যান্য বিরোধী দলগুলির ভূমিকা নিয়ে বিরক্তি!
পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই বিরোধী তথা বিজেপি নেতারা বারবার দাবি করেছেন, এক কোটি নাম বাদ যেতে পারে। প্রথম পর্ব শেষে যে খসড়া তালিকা বেরলে, সেখানে বাদ পড়েছে ৫৮ লক্ষের নাম। এরপর শুনানি হলে আরও কিছু নাম বাদ পড়বে, আবার কিছু নাম যোগও হবে। হিসেবটা এক কোটির ধারে-কাছে যাবে না বলেই মনে করছে শাসক দল তৃণমূল। আর এর পুরো কৃতিত্বটাই তৃণমূলের, বিশেষ করে নীচুস্তরের কর্মীদের দিলেন অভিষেক। কিন্তু, কিছুটা খেদের সুরেই অভিষেক দাবি করেন, অন্যান্য বিজেপি-বিরোধী দলগুলি এই ইস্যুতে সেভাবে ময়দানে নেমে লড়াই করছে না।
এই প্রসঙ্গে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আপ-এর নামও নেন অভিষেক। সরাসরি কোনও নেতার নাম শোনা যায়নি ঠিকই। তবে প্রশ্ন উঠেছে, ইন্ডিয়া জোটের নেতা, বিশেষত রাহুল গান্ধীর কথা কি বলতে চাইলেন অভিষেক? রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে সরব হয়েছেন আগেই। সংসদে দাঁড়িয়ে কমিশনকে তোপ দেগেছেন। নির্বাচন ব্যবস্থা যে পুরোপুরি শাসক শিবির দখলে চলে গিয়েছে, এমন দাবিও করতে শোনা গিয়েছে রাহুলকে। কিন্তু ময়দানে থেকে যে লড়াইয়ের কথা অভিষেক বলছেন, তাতে কি পিছিয়ে রাহুল বা অন্য নেতারা?
এদিন অভিষেক বলেছেন, “শুধু মিডিয়ার সামনে কথা বলে লাভ নেই, সংবাদমাধ্যমে বসে জ্ঞানের কথা বলেও কোনও লাভ নেই। আমরা যদি তাই করতাম, তাহলে বাংলায় এত কম নাম বাদ পড়ত না।” কাদের কটাক্ষ করতে চাইলেন অভিষেক? প্রশ্ন উঠছেই।
