
নয়াদিল্লি: ইয়েস SIR, নো SIR। দেশজুড়ে সর্বত্র এখন SIR-ময়। কিন্তু বাংলায় SIR কি হবে? সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। রাজ্যের শাসকদল যে এই ভোটার পরিমার্জনের পরিপন্থী তা তারা আগেই জানিয়ে দিয়েছে। সম্প্রতি তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের জানান, ‘বাংলায় একটা নাম বাদ গেলে, এক লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও করা হবে।’
মানুষ, মানুষের SIR নিয়ে ধারণা, তৃণমূলের কাছে এটাই এখন ‘হাতিয়ার’, মত ওয়াকিবহাল মহলের। আর সেই কারণেই তো ফের একবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বললেন, “মানুষ না চাইলে কমিশন পিছু হটতে বাধ্য।” পাশাপাশি, দল ‘প্রতিরোধ আন্দোলনে সাংগঠনিক প্রস্তুতি’ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
একাংশের মতে, ঠিক যেভাবে কৃষি বিল ও জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি বিলের বিরুদ্ধে জনগর্জন হয়েছিল, SIR-এর ক্ষেত্রে সেই একই কৌশল তৈরি করছে তৃণমূল। সূত্রের খবর, এই ‘গণআন্দোলন’ তৈরিতে ইতিমধ্যেই ব্লক থেকে জেলাস্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। পাশাপাশি, সুপ্রিম কোর্টে এই মামলার রায় পক্ষে না এলে রিভিউ পিটিশন ফাইল করতে পারে তৃণমূল এমনটাও খবর।
SIR নিয়ে ‘গর্জন’ একুশের মঞ্চ থেকেই উঠেছিল। জাতীয় স্তরে সংসদে বাদল অধিবেশন শুরুর আগেও এই নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন অভিষেক। এবার সেই SIR নিয়ে আন্দোলন আরও ‘চওড়া’ হলে কোন কোন দাবি বা ইস্যু প্রচারে রাখবে তৃণমূল?