AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘দু মাস এসব বন্ধ রাখা উচিৎ’, নির্বাচন নিয়ে ‘ব্যক্তিগত মত’ অভিষেকের

Abhishek Banerjee: শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ভবনে বসে বৈঠক। বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাত বিধায়ক।

Abhishek Banerjee: 'দু মাস এসব বন্ধ রাখা উচিৎ', নির্বাচন নিয়ে 'ব্যক্তিগত মত' অভিষেকের
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছেন অভিষেক
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 3:58 PM
Share

কলকাতা : আগামী ২ মাস অর্থাৎ ফেব্রুয়ারির শেষ পর্যন্ত তাঁর সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক বা ধর্মীয় সমাবেশ হবে না। করোনা নিয়ে জরুরি বৈঠকের পর শনিবার এমনটাই ঘোষণা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি জানান, আগামী দু মাস এসব বন্ধ রাখা উচিৎ বলেই তাঁর ব্যক্তিগত অভিমত। সামনেই রাজ্যে চার পুরসভার নির্বাচন। তার আগেই অভিষেক সরাসরি কোনও মন্তব্য না করলেও তাঁর এই ব্যক্তিগত অভিমত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অভিমত রাজনৈতিক মহলের।

এ দিন দক্ষিণ ২৪ পরগনা জেলা তথা অভিষেকের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাত বিধায়ক। জেলার পরিস্থিতি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন অভিষেক। বৈঠকে অংশ নেন, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এ ছাড়াও ডায়মন্ড হারবারের জেলাশাসক সহ একাধিক আধিকারিকও ছিলেন বৈঠকে। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক জানান, তাঁর কেন্দ্রের এলাকার জন্য বিশেষ কিছু পদক্ষেপ করছেন তিনি। ২৮ ফ্রেরুয়ারি পর্যন্ত সব রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেন তিনি।

‘দু মাস এসব বন্ধ রাখা উচিৎ’

কোভিড পরিস্থিতির মধ্যে পুরভোট নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। ভোট পিছিয়ে দেওয়ার আর্জিও জানানো হয়েছে কমিশনে। যদিও কমিশনের তরফে ভোট প্রস্তুতি চলছে পুরোদমে। এই ইস্যুতে মামলাও চলছে হাইকোর্টে। এরই মধ্য়ে জল্পনা বাড়ালেন সাংসদ তথা শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দাবি, আগামী দু মাস এ সব বন্ধ রাখা উচিৎ। যদিও এটা একেবারে তাঁর ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন তিনি।

এ দিন তিনি ডায়মন্ড হারবারের জন্য একগুচ্ছ বিধি নিষেধ ঘোষণা করার পর তাঁকে নির্বাচন হওয়া উচিৎ কি না, এ বিষয়ে প্রশ্ন করা হয়। তাতে অভিষেক বলেন, ‘হাইকোর্টে এই নিয়ে মামলা চলছে। এ বিষয়ে আমার মন্তব্য করা উচিৎ নয়। হাইকোর্ট বিষয়টা দেখবে। নির্বাচন কমিশন সেই গাইডলাইনগুলো মেনে ভোট করাবে। তবে আমার ব্যক্তিগত মত যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে বলব আগামী ২ মাস সব বন্ধ রাখা উচিৎ।’

দুর্গা পুজো, কালী পুজো… বন্ধ রাখা উচিৎ

শুধু ভোট নয়, তাঁর কথায় ‘বড়দিন, দুর্গা পুজো, কালী পুজো’ অর্থাৎ যে কোনও উৎসবও আপাতত বন্ধ রাখা উচিৎ। একদিকে যখন কোভিড পরিস্থিতিতে রাজ্যের উৎসব নিয়ে সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, তার মধ্যেই অভিষেকের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেখানে সংক্রমণ হাতের বাইরে চলে যাচ্ছে, সেখানে কোনও রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য ভোট কার উচিৎ নয়।’ তাঁর দাবি, এখন তৃণমূল, সিপিএম, বিজেপি এসব করার সময় নয়। জীবন বাঁচলে রাজনীতি হবে, ভোট হবে।

কী বলছেন বিরোধীরা?

এই প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘এখন ভাইপোর বোধোদয় হয়েছে।’ তবে তাঁর দাবি, গঙ্গাসাগর মেলা বন্ধ না করে মানুষকে বিপদে ফেলছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবারের ওপর দিয়েই যাবে মেলার লোকজন। ‘পিসি’কে তিনি মেলা বন্ধ করার পরামর্শ দিয়েছেন কি না, এই প্রশ্ন তোলেন সুজন। তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগেই অভিষেক খেলার নামে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান করেছেন ডায়মন্ড হারবারে, কারও মুখে মাস্কও ছিল না।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীর ঘোষ বলেন, ‘যে ভাবে সংক্রমণ বাড়ছে, তাতে নির্বাচন, মেলা করার মতো পরিবেশ নেই। উনি যদি এমনটা মনে করেন, ওনার দল কেন নির্বাচন কমিশনে যাচ্ছেন না?’ তাঁর কথায়, ‘যখন ভোট করার দরকার ছিল, তখন করেননি, এখন কেন করছেন?’

আরও পড়ুন : Covid-19: ২৪ ঘণ্টায় পূর্ব রেলের ২৮৮ জন কোভিড পজিটিভ, ৮০ জন ভর্তি হাসপাতালে