Abhishek Banerjee: এবার দলের নেতা অভিষেক, জানিয়ে দিলেন মমতা

Abhishek Banerjee: লোকসভার দলনেতা হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব সামলাচ্ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার সেই দায়িত্ব সামলাবেন অভিষেক। সাংসদদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন মমতা।

Abhishek Banerjee: এবার দলের নেতা অভিষেক, জানিয়ে দিলেন মমতা
অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইল ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 04, 2025 | 6:13 PM

নয়া দিল্লি: আরও দায়িত্ব বাড়ল অভিষেকের। এবার লোকসভায় তৃণমূলের সংসদীয় দলকে নেতৃত্বে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দলের সব সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই জানিয়ে দিলেন, লোকসভার অভ্যন্তরে দলের কার্যকলাপ এবার থেকে দেখবেন অভিষেক। এতদিন পর্যন্ত দলনেতা হিসেবে দায়িত্ব সামলাতেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি অসুস্থ থাকায় এই দায়িত্ব দেওয়া হল ডায়মন্ড হারবারের সাংসদকে।

এদিন তৃণমূল নেত্রী জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার। সোমবার দিল্লিতে রাজেন্দ্র প্রসাদ রোডে তৃণমূলের নতুন পার্টি অফিসে মমতার ভার্চুয়াল বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন সব সাংসদরা।

দলীয় এই বৈঠকে লোকসভার সাংসদদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যসভার কাজ ভাল হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, সৌগত রায়ও অসুস্থ। এই পরিস্থিতিতে সিনিয়র নেতারা না থাকার কারণে লোকসভায় সাংসদদের পারফরম্যান্স ঠিক নয় বলে মন্তব্য করেন মমতা। তাই লোকসভার অভ্যন্তরে সাংসদদের কো-অর্ডিনেশন দেখার দায়িত্ব দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে সাংসদদের মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই দায়িত্ব থেকেও সরানো হয়েছে শ্রীরামপুরের সাংসদকে। এদিনের বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার।

উল্লেখ্য, কিছুদিন আগেই অপারেশন সিঁদুর সম্পর্কে আন্তর্জাতিক মঞ্চে বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের প্রতিনিধি হিসেবে ছিলেন অভিষেক। প্রথম ইউসুফ পাঠানের নাম দেওয়া হলেও, পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম বলেন।