Abhishek Banerjee: BLO-দের কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা, খতিয়ে দেখতে জেলা জেলা ঘুরবেন অভিষেক

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের নেতা কর্মী, বিধায়ক-সাংসদদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।  প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম তৈরি করতে হবে। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন।

Abhishek Banerjee: BLO-দের কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা, খতিয়ে দেখতে জেলা জেলা ঘুরবেন অভিষেক
তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 03, 2025 | 7:33 PM

কলকাতা: ফের জেলা সফর তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR শুরু হলে জেলায় জেলায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে SIR শুরু হওয়ার পর আগামী কয়েকদিন সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন অভিষেক। SIR নিয়ে কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা, কী ধরনের সমস্যা হচ্ছে, কোথাও BLO-দের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কিনা, যাবতীয় সব পর্যালোচনা করে জেলা সফরে বেরোবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কোন জেলায় কবে যাবেন অর্থাৎ জেলা সফরের সূচি আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে। তারপরেও SIR এর জন্য জেলায় জেলায় ঘুরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের নেতা কর্মী, বিধায়ক-সাংসদদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।  প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম তৈরি করতে হবে। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন।

প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম গড়তে হবে। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন। কোথাও কোনও অসংলগ্ন, কিংবা প্রক্রিয়ায় ক্রটি দেখলে আইনি পদক্ষেপের বার্তা দিয়েছেন। শুক্রবার দলের সাংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক। তাতেই তালিকায় অসঙ্গতি থাকলে আইনি পদক্ষেপের নির্দেশ দেন। পাশাপাশি ১ থেকে ৩ নভেম্বর বিধানসভা ভিত্তিক দলের বিধায়ক-সাংসদদের বৈঠকের নির্দেশ দিয়েছেন তিনি। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন।

পাশাপাশি প্রতিটি অঞ্চলে হেল্প ডেস্ক ও ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছেন। ক্যাম্পে থাকবে প্রিন্টার, ল্যাপটপ। অভিষেকের নির্দেশ, মানুষ সাহায্য চাইলে, তাঁকে সর্বোতভাবে সাহায্য করতে হবে। তৃণমূল যে এই বিষয়ে একেবারেই জনগণের পাশে রয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।