ABT: অসম থেকে গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের আরেক সদস্য

ABT: গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য অসম থেকে সেই সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে এবিটি সম্পর্কে গোয়েন্দাদের কাছে উঠে এসেছে একের পর এক তথ্য।

ABT: অসম থেকে গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের আরেক সদস্য
গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের সদস্যImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2024 | 3:17 PM

কলকাতা: অসম থেকে ফের গ্রেফতার করা হল এক আনসারুল্লা বাংলা টিমের সদস্যকে। কোকরাঝাড়ের ভোডিয়াগুড়ি থেকে অসম এসটিএফের জালে গাজি রহমান নামে এক ব্যক্তি। কোকরাঝাড়ের স্লিপার সেলের মাথা গাজি রহমান, দাবি অসম এসটিএফের।

গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য অসম থেকে সেই সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে এবিটি সম্পর্কে গোয়েন্দাদের কাছে উঠে এসেছে একের পর এক তথ্য।

এর আগে আবুল জাহির শেখ ও মির্দা বলে আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমান বিস্ফোরক, বন্দুক এবং গুলি উদ্ধার হয়।

এই টিম কোথায় কীভাবে নাশকতার ছক কষছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। গত কয়েকদিন ধরে ‘অপারেশন প্রহ্লাদ’ নামে অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। গত কয়েকদিনে এভাবে আনসারুল্লা বাংলা টিমের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অশান্ত বাংলাদেশ। ও পার থেকে ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য। আক্রান্ত সংখ্যালঘুরা। এরই মধ্যে পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে এভাবে জঙ্গি গ্রেফতারে উদ্বিগ্ন প্রশাসনও।

এদিকে. রিপোর্ট বলছে, ২০১৮ থেকে ২০২৩, পাঁচ বছর অসম, বাংলা, ত্রিপুরা, উত্তর প্রদেশ সহ ভারতের ১০ রাজ্যে ঘুরে বেড়ানো আল কায়দা নেতাই ফের একবার চিন্তার কারণ ভারতীয় গোয়েন্দাদের। অসম পুলিশের হাতে ধৃত আনসারুল্লা বাংলা টিমের ১২ সদস্য। তাদের জেরা করে উঠে আসছে এক শীর্ষ নেতার নাম। গোয়েন্দাদের সন্দেহ, শীর্ষ নেতা হল আবু তালহা, ইকরামুল। পাঁচ বছর উত্তর প্রদেশের দেওবন্দে শিক্ষার আড়ালে ভারতের বিভিন্ন প্রান্তে সংগঠন তৈরি করেছে মৈমনসিংহ এর বাসিন্দা ইকরামুল।