Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ABVP: হঠাৎ বিধানসভার ২ নম্বর গেটের সামনে হাজির ABVP সমর্থকরা, তারপরই…

ABVP: এ দিন বিধানসভার দু'নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান এবিভিপি সমর্থকরা। মূলত, এই গেট দিয়েই বিধানসভার ভিতরে প্রবেশ করেন অধ্যক্ষ থেকে মন্ত্রীরা। এই গেটের সামনেই আচমকাই হাজির হন এবিভিপি সমর্থকরা।

ABVP: হঠাৎ বিধানসভার ২ নম্বর গেটের সামনে হাজির ABVP সমর্থকরা, তারপরই...
বিক্ষোভ এবিভিপিImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2025 | 2:27 PM

কলকাতা: বিধানসভার সামনে তুমুল বিক্ষোভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুম্ভ মন্তব্যের প্রতিবাদে বিধানসভার সামনে বিক্ষোভে সামিল এবিভিপি (ABVP) সমর্থকরা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি তাঁদের। বস্তুত, মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মত্যুকুম্ভ বলেছিলেন। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন এবিভিপি সমর্থকরা।

এ দিন বিধানসভার দু’নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান এবিভিপি সমর্থকরা। মূলত, এই গেট দিয়েই বিধানসভার ভিতরে প্রবেশ করেন অধ্যক্ষ থেকে মন্ত্রীরা। এই গেটের সামনেই আচমকাই হাজির হন এবিভিপি সমর্থকরা। প্রায় জনা পনেরো কর্মীকে সামলাতে বেগ পেতে হয় পুলিশকে। তারপর মহিলা পুলিশ না থাকায় কার্যত আরও সমস্যায় পড়তে হয় আধিকারিকদের। পরবর্তীতে এবিভিপি সমর্থকদের তোলা হয় প্রিজন ভ্যানে। নিয়ে যাওয়া হয় লালবাজারে।

তবে শুধু এবিভিপি সমর্থকরাই নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ নিয়ে মন্তব্যের প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি বলেছেন, “সনাতন ধর্মের অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। ভারতীয় সংস্কৃতি আজকের নয়। হাজারো বছর ধরে গঙ্গার জলের মতো ভারতীয় সংস্কৃতি প্রবাহিত হয়ে আসছে। যাঁরা সনাতন ধর্মের দিকে আঙুল তোলেন, তাঁরা নিজেরাই নিজেদের লোকসান করছেন। মানুষের আস্থা-ভরসা-ভাবনার উপর আঘাত করা অপরাধ সমান।”