কলকাতা: প্রতিবাদের ‘লক্ষ্মণরেখা’ পেরলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অত্যন্ত কুরুচিকর পোস্ট করলেন অভিনেত্রী। সম্প্রতি শ্রীলেখাকে নিয়ে একটি মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবিতে অভিনেত্রী মদ্যপান করছেন বলে দাবি করে কটাক্ষ শুরু করে নেটিজেনদের একাংশ। যদিও শ্রীলেখার দাবি, এই ছবিটি ২ বছরের পুরানো এবং এডিট করা। এরপরই যারা এই ছবি ছড়িয়েছেন তাঁদের একহাত নিতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন শ্রীলেখা। মুখ্যমন্ত্রীকে নিয়ে করে ফেলেন অতীব কুরুচিকর পোস্ট।
শ্রীলেখা নিজের সোশ্যাল হ্যান্ডেলে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের একটি পুরানো ছবি পোস্ট করেন। সেই ছবিতে দুই সাংসদকে পানীয়ের গ্লাস-সহ দেখা যাচ্ছে। সেই পোস্টটির ক্যাপশনে ঘোষিত বামপন্থী অভিনেত্রী রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর নাম করে কুরুচিকর কথা লেখেন। এখানেই শশী থারুর আর মহুয়া মৈত্রকেও শ্রীলেখা লিখেছেন, “ম্যাডাম আপনার মদ্যপানে আমার ইস্যু নেই। পরের বার ডাকতে পারেন আমি যোগদান করব….।” এরপর তিনি আরও লেখেন, “বাধ্য হয়ে দিলাম। আপনার দলের লোকেদের জন্য।”
একজন প্রগতিশীল মহিলা হয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর নামোল্লেখ করে এই মন্তব্য করা যায়, প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে একাধিক বাম নেতা-নেত্রীর সঙ্গে টিভি ৯ বাংলা যোগাযোগ করলেও তাঁরা কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
সম্প্রতি, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন এই অভিনেত্রী। ‘বিচার চাই’ দাবি করেছিলেন তিনি। প্রতিবাদী শ্রীলেখার একাধিক ভিডিয়ো সে সময় ভাইরাল হয়। তারপরই দেখা যায় একটি পোস্ট। যেখানে মদের গ্লাস হাতে রয়েছেন শ্রীলেখার। এটি ভাইরাল হতেই অভিনেত্রী পরিষ্কার জানান, “২ বছর আগের পোস্ট। আমার জন্মদিনের এই ছবি। যা এডিট করে হ্যাপি বার্থডে পোস্টটাই মুছে দিয়েছে। ৩০ অগস্ট আবার আমার জন্মদিন আসছে। তখন না হয় এটা করতে ভাই। আর একটা কথা আমি নিজের পয়সায় দামি ওয়াইন খাই। তোমাদের চুরির টাকায় নয়।”