ASG Y J Dastoor: আচমকাই অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদে ইস্তফা ওয়াই জে দস্তুরের, কারণ কী?
Calcutta High Court: আচমকাই এই পদত্যাগ কেন অতিরিক্ত সলিসিটর জেনারেলের? ঠিক কী কারণে তাঁর ইস্তফা, তা এখনও স্পষ্ট নয়। তবে রামপুরহাটের ঘটনায় ভাদু শেখের খুনের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেবে কি না, তা নিয়ে মামলার দিন আদালতের ভিতরে প্রকাশ্যে অন্য দুই সহকারীর সঙ্গে তাঁর মতনৈক্য হয়।
কলকাতা : হঠাৎ করেই পদত্য়াগ করলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর (Additional Solicitor General Y J Dastoor)। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর (Union Minister Kiren Rijiju) কাছে ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। কিন্তু আচমকাই এই পদত্যাগ কেন অতিরিক্ত সলিসিটর জেনারেলের? ঠিক কী কারণে তাঁর ইস্তফা, তা এখনও স্পষ্ট নয়। তবে রামপুরহাটের ঘটনায় ভাদু শেখের খুনের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেবে কি না, তা নিয়ে মামলার দিন আদালতের ভিতরে প্রকাশ্যে অন্য দুই সহকারীর সঙ্গে তাঁর মতনৈক্য হয়। পরে অবশ্য সেই মতানৈক্য মিটে গিয়েছিল এবং ভাদু শেখের খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে সেই ঘটনার পরই অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদ থেকে ওয়াই জে দস্তুরের ইস্তফা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
ভাদু শেখ খুনের তদন্তভার সিবিআইকে দেওয়া সংক্রান্ত মামলার শুনানির দিন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আদালতে জানিয়েছিলেন, সিবিআই এখন ভাদু শেখের খুনের তদন্তভার নিতে পারবে না। অন্যদিকে তাঁর সহযোগী আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের বক্তব্য ছিল, হাইকোর্ট বললেই ভাদু শেখ খুনের তদন্তভার গ্রহণ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই মতানৈক্য পরবর্তী সময়ে মিটেও গিয়েছিল। যদিও এই মতানৈক্যের কারণেই অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদত্যাগ কি না, তা এখনও জানা যায়নি। কী কারণে তিনি ইস্তফা দিতে চান, সেই কারণ উল্লেখ করেননি ওয়াই জে দস্তুর।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে ওয়াই জে দস্তুর দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০২০ সালের ৩০ জুন। তাঁর কার্যকালের মেয়াদ ছিল তিন বছর। কিন্তু নিজের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ওয়াই জে দস্তুরের এ হেন সিদ্ধান্তে কার্যত শোরগোল পড়ে গিয়েছে আইনজীবী মহলে। ওয়াই জে দস্তুরকে কলকাতা হাইকোর্টে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিয়োগ করার আগে ওই পদে ছিলেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। পরবর্তীতে তিনি বিচারপতি হওয়ার পর ওই পদটি প্রায় পাঁচ মাস ফাঁকা পড়েছিল। শেষে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয় বর্ষীয়ান আইনজীবী ওয়াই জে দস্তুরকে। এবার তাঁর পদত্যাগের পর পরবর্তী দায়িত্বে কে আসেন, সেই নিয়েই কৌতুহল আইনজীবী মহলে।
আরও পড়ুন : SSC Recruitment Scam: পুড়িয়ে ফেলা হয়েছিল OMR Sheet-ও, শুধু একটা ভুলেই ফাঁস এসএসসি-র ‘কীর্তি’